দক্ষিণ আফ্রিকার সেনাবাহিনী তাদের মুসলিম নারী সদস্যদের হিজাব পড়ার অনুমতি দিয়েছে। এক্ষেত্রে ইউনিফর্মের অংশ হিসেবে মাথায় স্কার্ফ পরিধান করতে পারবেন মুসলিম নারী সেনা সদস্যরা। শুক্রবার এ খবর জানিয়েছে আল জাজিরা।
সেখানে বলা হয়েছে, বৃহস্পতিবার দেশটির সেনাবাহিনীর মুখপাত্র মাফি এমগোবোজি বলেছেন, দক্ষিণ আফ্রিকার সেনাবাহিনী মুসলিম নারীদের ইউনিফর্মের অংশ হিসেবে মাথায় স্কার্ফ পরতে দেয়ার জন্য তাদের পোশাক নীতিটি সংশোধন করেছে।
এর আগে গত বছরের জানুয়ারিতে একটি সামরিক আদালত এক নারী কর্মকর্তার বিরুদ্ধে আনা অভিযোগ বাতিল করে দেন। ওই নারী সেনার বিরুদ্ধে অভিযোগ ছিল, তিনি সামরিক ব্রেটের নিচে হিজাব পরিধান করেছিলেন।
মেজর ফাতিমা আইজ্যাকস নামের ওই সেনা সদস্য ২০১৮ সালের জুনে ইচ্ছাকৃতভাবে অবজ্ঞা ও আইনি নির্দেশনা মানতে ব্যর্থ হওয়ার পর বাহিনীর উপর মহল থেকে তাকে ইউনিফর্মের সঙ্গে থাকা মাথার স্কার্ফ অপসারণ করতে বলা হয়েছিল।
পরবর্তীতে ২০২০ সালের জানুয়ারিতে কেপটাউনের নিকটে ক্যাসেল অফ গুড হোপের একটি সামরিক আদালত তার বিরুদ্ধে আনা সকল অভিযোগ প্রত্যাহার করে নেন। পাশাপাশি আইজ্যাকসকে কর্তব্যরত অবস্থায় মাথার উপর একটি কালো মোড়ক পরিধানের অনুমতি দেয়া হয়।
তবে সামরিক বাহিনী তখন তাদের পোশাক নীতিটি সংশোধন করেনি। দক্ষিণ আফ্রিকার প্রতিরক্ষা বাহিনী (এসএএনডিএফ) অবশেষে এই সপ্তাহে নীতিটি সংশোধন করতে এবং সকল মুসলিম নারীদের দায়িত্ব পালনের সময় তাদের মাথা ঢাকতে অনুমতি দেবে বলে সম্মত হয়েছে।