পাবলিক ভয়েস: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গায়ে হলুদের অনুষ্ঠানে অতিরিক্ত মদ্যপানে দুই যুবকের মৃত্যু হয়েছে।
আজ শুক্রবার (২৫ জানুয়ারি) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
নিহতরা হলো- নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জের মিজমিজি এলাকার আবুল হোসেনের ছেলে আশিক হোসেন (২০) ও একই এলাকার আলাউদ্দিন আক্তারের ছেলে আকিব উদ্দিন (২৪)।
পরিবারের বরাত দিয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন শাহ পারভেজ জানান, গত ২৩ জানুয়ারি রাতে সিদ্ধিরগঞ্জের মিজমিজি এলাকার আমিনুর রহমানের বাড়িতে গায়ে হলুদের অনুষ্ঠান ছিল। ওই অনুষ্ঠানে অতিরিক্ত মদ্যপান পান করায় চার যুবক অসুস্থ হয়ে পড়েন। পরে তাদের ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। দুপুরে আশিক ও আকিব মারা যান। অন্য দুইজন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।
তিনি আরো জানান, ময়নাতদন্তের জন্য দুইজনের মরদেহ ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ঘটনার বিষয়ে তদন্ত চলছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।