ইসলামের মানবিক শিক্ষায় অভিভূত হয়ে ২০২০ সালে আমিরাতের ২৭ জন কারাবন্দি ইসলাম গ্রহণ করেছেন। আমিরাতের রাস আল খাইমাহ কারাগারে থাকা বিদেশি বন্দিরা ইসলাম মতে জীবন যাপন শুরু করেন। এক বিবৃতিতে নওমুসলিমরা জানান যে তারা ইসলাম সম্পর্কে ব্যাপক পড়াশোনা করে জ্ঞান অর্জনের পর স্বতঃস্ফুর্তভাবে মুসলিম হয়েছেন। খবর খালিজ টাইমস।
মুসলিমদের সুন্দর আচার-ব্যবহার ও ইসলাম বিষয়ক মৌলিক জ্ঞান সম্পর্কিত কিছু কোর্স করে ইসলাম সম্পর্কে চিন্তাভাবনা শুরু করি। এরপর আমরা মুসলিম হওয়ার সিদ্ধান্ত নিই।’ রাস আল খাইমাহ পুলিশ সূত্র জানায়, ‘কারাগারে ধর্ম, ভাষা ও গোষ্ঠীর কোনো বিবেচনা না করে কয়েদিদের পুনর্বাসনে সব ধরনের প্রচেষ্টা করা হয়।’
সূত্রটি আরো জানায়, ‘স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা মতে আমরা কয়েদিদের নীতিবান, আত্মপ্রত্যয়ী ও সমাজের আদর্শ সদস্য হওয়ার শিক্ষা দিই।’ আল খাইমাহ কারাগারের শাস্তি ও শিক্ষামূল প্রতিষ্ঠান সূত্র জানায়, ‘পুনর্বাসন ও প্রশিক্ষণমূলক প্রগ্রাম থেকে অনেক কয়েদি উপকৃত হয়েছে।
কারামুক্তির পর সমাজে কয়েদিদের সুষ্ঠু জীবনযাপনে নানা ধরনের উদ্যোগ নেওয়া হয়।’ ‘কোরআন মুখস্থের কোর্স এবং শ্রমবাজার, উদ্যোক্তা পরিকল্পনা, কারিগরি শিক্ষাসহ কয়েদিদের জন্য স্কুল ও গ্রন্থাগারে যাওয়ার ব্যবস্থা করা হয়। তা ছাড়া কয়েদিদের চাকরির জন্য উপযুক্ত করে গড়ে তোলা হয়।’