বাংলাদেশের প্রভাবশালী ইসলামী রাজনৈতিক দল 'ইসলামী আন্দোলন বাংলাদেশের' সহযোগি সংগঠন ইসলামী যুব আন্দোলনের তৃতীয় জাতীয় যুব কনভেনশন অনুষ্ঠিত হতে যাচ্ছে শুক্রবার।
আগামীকাল ২২ জানুয়ারি (শুক্রবার) রাজধানী ঢাকার কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে কনভেনশনটি অনুষ্ঠিত হবে।
প্রথমে এ প্রোগ্রামটি গুলিস্তানের কাজী বশির মিলনায়তনে অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো এবং সে মর্মেই প্রচারণা চালানো হয়েছিলো। কিন্তু সংগঠনটির কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল মুহা. নেসার উদ্দিন তার এক ফেসবুক পোস্টে জানিয়েছেন - 'বিশেষ কারণ বশত : জাতীয় যুব কনভেনশন গুলিস্তান কাজী বশির মিলনায়তনের পরিবর্তে কাকরাইল ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত হবে।'
সংগঠনের কেন্দ্রীয় সভাপতি কে এম আতিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হতে যাওয়া জাতীয় যুব কনভেনশনে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এছাড়াও থাকবেন দলের অন্যান্য নেতৃবৃন্দ।
প্রোগ্রাম উপলক্ষে গত ১৯ জানুয়ারি সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ে যুব কনভেনশনের প্রস্তুতিমূলক বৈঠক হয়েছিলো।
বৈঠকে সংগঠনের সেক্রেটারি জেনারেল মাওলানা নেছার উদ্দিন বলেছেন, জাতীয় যুব কনভেনশনের সকল প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। এই যুব কনভেনশন সুন্দর একটি সমাজ বিনির্মাণে দেশের প্রাণশক্তি যুবকদের জন্য মাইলফলক হয়ে থাকবে।
এই যুব কনভেনশন এর মাধ্যমে আমরা জাতিকে একটি নতুন বার্তা দিতে চান বলেও জানিয়েছেন তিনি। বার্তাটি হলো - 'দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা ও ইসলামের সুমহান আদর্শ প্রতিষ্ঠা করার জন্য ইসলামী আন্দোলনের আমির হযরত পীর সাহেব চরমোনাই নেতৃত্বে যুবসমাজ ঐক্যবদ্ধ হবে।'
এছাড়াও আগামিকাল অনুষ্ঠিতব্য যুব কনভেনশন নিয়ে ফেসবুকে বিশেষ কিছু নির্দেশনা দিয়েছেন দলটির সেক্রেটারী জেনারেল।
নির্দেশনাগুলো হলো -
পাবলিক ভয়েস ডেস্ক/এইচআরআর/আরআর