প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ৬, ২০২৫, ৪:৪৮ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ১২, ২০২১, ৪:০২ অপরাহ্ণ
রাঙামাটিতে বেইলি ব্রিজ ভেঙে নিহত ৩

রাঙামাটি-খাগড়াছড়ি সড়কের কুতুকছড়ি এলাকায় পাথর বোঝাই ট্রাকসহ বেইলি ব্রিজ ভেঙে তিনজন নিহত হয়েছেন। মঙ্গলবার (১২ জানুয়ারি) সকালে রাঙামাটি-খাগড়াছড়ি সড়কের কুতুকছড়ি এ দুর্ঘটনা ঘটে। এতে রাঙামাটি ও খাগড়াছড়ি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।
কুতুকছড়ি বাজার ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি বাবুল চৌধুরী জানান, সকালে রাঙামাটি-খাগড়াছড়ি সড়কের কুতুকছড়ি বেইলি সেতুতে চট্টগ্রাম থেকে নানিয়ারচর কিংবা মহালছড়িগামী পাথর বোঝাই ট্রাকটি বেইলি সেতু ধসে পানিতে পড়ে যায়।
রাঙামাটি কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কুতুকছড়ি এলাকায় বেইলি সেতু ভেঙে পাথর বোঝাই ট্রাকটি পানিতে পড়ে যায়। দুর্ঘটনার পর স্থানীয় ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে গেছে। এতে ঘটনাস্থলে তিনজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
Copyright © 2025 Samakaler Kontho. All rights reserved.