ডেস্ক রিপোর্ট: সাধারণত র্যাম্প শো গুলোতে দেখা যায় নামিদামি অভিনেতা অভিনেত্রীরা তাদের হাঁটার জাদু দেখান। বিখ্যাত সব ডিজাইনাররা তাদের নিত্যনতুন পোশাক ডিজাইনের ব্রান্ডিং করার জন্য এ পন্থা অবলম্বন করেন।
সব সময় র্যাম্প শো তে অভিনেতা অভিনেত্রীদের দেখা গেলেও ব্যতিক্রম ঘটনা ঘটলো মুম্বাইয়ের এক র্যাম্প শো তে। সেখানে মডেলদের সাথে দেখা গেল ‘ক্যাটওয়ার্ক' করছে একটি কুকুর।
ব্যতিক্রম এ ঘটনাটি ঘটেছে মুম্বইয়ের বিখ্যাত ডিজাইনার রোহিত বালের র্যাম্প শো তে। গত কিছুদিন আগের এ র্যাম্পে উপস্থিত ছিলেন মুম্বইয়ের বিখ্যাত র্যাম্প মডেলরা ও বলিউডের অভিনেতা অভিনেত্রীরা। শো চলাকালীন সময় মডেলদের সাথে র্যাম্প রাইডে উঠে আসে একটি কুকুর এবং সে মডেলদের মতই হেটে বেড়াচ্ছিলো সেখানে।
তবে এতে বিচলিত হয়নি কেউ বরং কুকুর টি দেখে সবার মধ্যে ছবি তোলার হিড়িক পড়ে যায়। আয়োজকরা ধন্দে পড়ে যায় কোথা থেকে এই কুকুরের আগমন ঘটল তা নিয়ে। তারা ধারণা করছেন অতিথিদের মধ্যে কারো সাথে ছিল এই কুকুরটি। সুযোগ বুঝে সে এখানে ঢুকে পড়ে।
সূত্র: ডয়চে ভেলে