আশিকুর রহমান : কওমী মাদরাসার সম্মিলিত পরীক্ষাগ্রহণ সংস্থা আল হাইআতুল উলয়া লিল জামিআতিল কওমিয়্যা বাংলাদেশের অধীনে অনুষ্ঠিত তাকমীল (দাওরায়ে হাদীস) তথা মাস্টার্স পরীক্ষায় বরাবরের মতো সাফল্যের ধারা বজায় রেখে এবারও ঈর্ষনীয় ফলাফল করেছে নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান জামিআ রাব্বানিয়া আরাবিয়া৷
হাইআতুল উলয়ার এবারের ফলাফলে এই জামিআ থেকে সারা বাংলাদেশে তৃতীয়স্থান অধিকার করেছে মুহাম্মদ আবু নাঈম।
এছাড়াও মেধা তালিকায় স্থান পেয়েছে মোট নয়জন৷ মোট মুমতায হয়েছেন ১৫ জন, জায়্যিদ জিদ্দান ১২ জন, এবং জায়্যিদ ১ জন। এবং বরাবরের মতোই তারা তাদের শতভাগ পাশের হার ধরে রেখেছে।
গত শনিবার ১৯ ডিসেম্বর আল হাইআতুল উলয়া লিল জামিআতিল কওমিয়্যা বাংলাদেশ কর্তৃক তাকমিল জামতের ফলাফল প্রকাশিত হওয়ার পর এ তথ্য নিশ্চিতভাবে জানা গেছে।
জামিআ রাব্বানিয়া আরাবিয়া থেকে ৪র্থ হাইআতুল উলয়া পরীক্ষায় অংশগ্রহণ করেছে মোট ২৮ জন পরীক্ষার্থী৷ মেধাতালিকায় স্থান পাওয়া অন্যরা আছেন যথাক্রমে ১০,১৩, ১৫, ১৭, ১৮, ১৮, ২৭ ও ২৮তম স্থানে৷
জামিআ রাব্বানিয়া আরাবিয়া কওমী মাদরাসাটি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ঝালকুড়ির রাব্বানিনগরে অবস্থিত। মাদরাসাটির লেখাপড়ার মান খুবই উন্নত বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ছাত্ররা। প্রতি বছরই এ মাদরাসা থেকে কেন্দ্রীয় যে কোনো পরীক্ষায় ঈর্ষণীয় ফলাফল করছে ছাত্ররা।