পাবলিক ভয়েস: ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন সবার অংশগ্রহণমূলক করার দাবিতে গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মিছিল করেছে। গতকাল ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের নেতা কর্মীরা এই মিছিল কর্মসূচি পালন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের অপরাজেয় বাংলা থেকে মিছিলটি শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে টিএসসির রাজু ভাস্কর্যের সামনে এসে শেষ হয়।
আরও পড়ুন : সবার অংশগ্রহণে ডাকসু নির্বাচনের দাবিতে ইশা ছাত্র আন্দোলনের বিক্ষোভ
তাদের অংশগ্রহণমূলক ডাকসু নির্বাচনের এই দাবির বিষয়ে ক্ষোভ জানিয়েছে প্রগতিশীল ছাত্রজোট। ধর্মভিত্তিক ছাত্রসংগঠনের দাবি আখ্যা দিয়ে তারা এই প্রতিবাদ জানান।
প্রগতিশীল ছাত্রজোটের নেতাকর্মীরা এক বিবৃতিতে বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মত সর্বোচ্চ বিদ্যাপীঠে ধর্মভিত্তিক সংগঠনের প্রকাশ্যে মিছিলের ঘটনা আমাদের হতবাক করেছে এবং তারা এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি ক্ষোভ ঝেড়ে বলেছেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের এই নীরবতা আমাদের ভাবিয়ে তুলেছে।
আরও পড়ুন : ডাকসু নির্বাচন নিয়ে বামদের আচরণ তাদের বিভৎস রুপ
তাদের দাবি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে স্বৈরাচারবিরোধী আন্দোলনের সময় ধর্মভিত্তিক ছাত্র সংগঠনের রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। তারপরও ধর্মভিত্তিক ছাত্র সংগঠন ‘ইশা ছাত্র আন্দোলন’ যেভাবে প্রকাশ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মিছিল করেছে এবং “বিশ্ববিদ্যালয় প্রশাসন মৌন সমর্থন জানিয়েছে” প্রগতিশীল ছাত্র জোট এ ঘটনার তীব্র নিন্দা জানায়। ভবিষ্যতে ক্যাম্পাসে ধর্মভিত্তিক ছাত্র সংগঠনের কার্যক্রম বন্ধ করারও দাবি জানায় তারা।
আরও পড়ুন: ডাকসু নির্বাচন ১১ মার্চ
প্রসঙ্গত: ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের অংশগ্রহণ নিশ্চিত করার দাবিতে সংগঠনের নেতাকর্মীরা সোচ্চার হয়েছেন। কারণ ক্যাম্পাসে ছাত্র বান্ধব আদর্শিক রাজনীতি করেন তারা। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব রয়েছেন সংগঠনের কর্মী সমর্থকরা। সকলের দাবি ডাকসু নির্বাচন অংশগ্রহণমূলক করার।
আরও পড়ুন :