ইসমাঈল আযহার
পাবলিক ভয়েস
আগামী ১৯ ডিসেম্বর শনিবার দাওরায়ে হাসিদ (তাকমীল) পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। আজ সোমবার (১৪ ডিসেম্বর) আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ-এর ফেসবুক পেজে এক বিজ্ঞপ্তিতে এখবর জানানো হয়েছে।
ঘোষণায় বলা হয়েছে, ইনশাআল্লাহ, আগামী ৩ জুমাদাল ঊলা ১৪৪২ হিজরী, ১৯ ডিসেম্বর ২০২০ ঈসাব্দ শনিবার সকাল ৯-১১ টায় স্থায়ী কমিটি ও পরীক্ষা উপকমিটির যৌথ সভার মাধ্যমে ১৪৪১ হিজরী/২০২০ ঈসাব্দের দাওরায়ে হাদীস (তাকমীল) পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে।
মুমতাহিনদের থেকে পরীক্ষার্থীর রোল নম্বর গোপন রাখার নিয়ম চালু হওয়ায় অন্য বছরের তুলনায় এ বছর ফলাফল প্রকাশে কিছুটা বিলম্ব হচ্ছে। আল্লাহ তাআলা সকলের কল্যাণ করুন। আমীন।
আই.এ/