হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির মহাসচিব ও বাংলাদেশের প্রবীণ আলেম আল্লামা নূর হোসাইন কাসেমীকে দেখতে ইউনাইটেড হাসপাতালে গিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় নেতৃবৃন্দ!
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর, পীর সাহেব চরমোনাই মুফতী সৈয়দ রেজাউল করীমের পক্ষ থেকে আন্দোলনের রাজনৈতিক উপদেষ্টা অধ্যাপক আশরাফ আলী আকন এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল ইউনাইটেড হাসপাতালে আল্লামা নূর হোসাইন কাসেমীকে দেখতে যান।
আল্লামা কাসেমী গুরুতর অসুস্থ হয়ে নিবিড় তত্বাবধানে আইসিইউতে থাকায় সরাসরি তাকে দেখতে পারেননি আন্দোলনের নেতাকর্মীরা তবে হাসপাতালে জমিয়ত নেতৃবৃন্দের সাথে আল্লামা কাসেমীর শারিরিক অবস্থার খোঁজ খবর নেয়াসহ সার্বিক বিষয়ে আলোচনা করেন তারা।
এসময় উভয় উভয় পক্ষের নেতাকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন আরজাবাদ মাদরাসার মুহতামিম ও আল্লামা নূর হোসাইন কাসেমীর বেয়াই মাওলানা বাহাউদ্দীন জাকারিয়া, ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, হেফাজতে ইসলাম বাংলাদেশের সহকারী মহাসচিব ও জমিয়তে উলামায়ে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা ফজলুল করীম কাসেমী ও ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মাওলানা লোকমান হোসাইন জাফরী প্রমূখ।
অপরদিকে সংকাটাপন্ন অবস্থায় থাকা আল্লামা কাসেমীর শারিরিক অবস্থা সম্পর্কে সর্বশেষ তথ্যানুসারে শনিবার রাত ৮ টা ৩০ মিনিটে হেফজতে ইসলাম বাংলাদেশের সহকারী মহাসচিব মাওলানা ফজলুল করীম কাসেমী পাবলিক ভয়েসকে মুঠোফোনে জানিয়েছেন - হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব ও জামিয়া মাদানিয়া বারিধারা মাদরাসার মুহতামিম আল্লামা নূর হোসাইন কাসেমীর শারীরিক অবস্থা পূর্বের চেয়ে কিছুটা উন্নতি হয়েছে।
তিনি বলেন, হুজুরের শারীরিক অবস্থা গত দুইদিন যেমন ছিলেন বর্তমানে তেমনই আছেন। তবে ডক্তাররা জানিয়েছেন পূর্বের চেয়ে বর্তমানে কিছুটা উন্নতির দিকে আছেন তিনি।
তিনি আরও বলেন, আল্লামা নূর হোসাইন কাসেমীর চিকিৎসারত ডাক্তরারা বলেছেন, তিনি বর্তমানে চোখ খুলে একটু একটু তাকাচ্ছেন এবং হাত পা নাড়াচাড়া করতে পারছেন।
মাওলানা ফজলুল করীম পাবলিক ভয়েসকে আরও বলেন - সারাদেশের ছাত্র, শিক্ষক, এবং সাধারণ মানুষের দোয়ায় আল্লামা নূর হোসাইন কাসেমী আমাদের মাঝে ফিরে আসবেন বলে আমরা আশাবাদী। এ অবস্থায় আল্লাহ রব্বুল আলামীনের দিকে আমরা তাকিয়ে আছি। সুস্থ করার মালিক আল্লাহ।
জানা যায় - গত ১ ডিসেম্বর শ্বাসকষ্টজনিত কারণে অসুস্থতাবোধ করলে তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার রাতে হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হলে তাৎক্ষণিক তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়।
নূর হোছাইন কাসেমীর ঠাণ্ডা ও শ্বাসকষ্ট থাকলেও কয়েক দফা করোনা পরীক্ষায় নেগেটিভ ফলাফল এসেছে বলেও জানান মাওলানা ফজলুল করীম কাসেমী।