ভোলা প্রতিনিধি: ভোলার চরফ্যাশন উপজেলায় মাক্স ও ডিলিং লাইসেন্স না থাকায় ১৪ ব্যবসায়ীর ৪৯ হাজার টাকা জরিমানা এবং দুই ব্যবসায়ীকে আটক করে ভ্রাম্যমাণ আদালত। সোমবার দুপুরে চরফ্যাশন বাজারে এ অভিযান চালানো হয়। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে বাজার ব্যবসায়ীরা ভ্রাম্যমান আদালতের নির্বাহী হাকিম ও উপজেলা নির্বাহি অফিসার রুহুল আমিনের অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল করেন। একই সাথে তারা বিকেল তিনটা থেকে চারটা পর্যন্ত এক ঘন্টার দোকান বন্ধ রাখেন।
চরফ্যাশন বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মনির উদ্দিন চাষী অভিযোগ করে বলেন, উপজেলা নির্বাহী অফিসার তার ফেসবুকে পোষ্ট দিয়ে ১০ দিনের মধ্যে ব্যবসায়ীদের বিলিং লাইসেন্স নবায়নের জন্য বলেন। কিন্তু ১০ দিনের দুই দিন না যেতেই তিনি অভিযান পরিচালনা করে অন্যায় ভাবে ব্যবসায়ীদের জরিমানা করেছেন ও দুই ব্যবসায়ীকে আটক করেছেন। এছাড়া তিনি কিছু ব্যবসায়ীর জরিমানা করে সরকারি রশিদ দেয়নি। এর প্রতিবাদে আমরা ব্যবসায়ীরা এক ঘণ্টা দোকান বন্ধ রেখে প্রতিবাদ জানিয়েছি। এছাড়াও আটক দুই ব্যবসায়ীকে মুক্তি না দিলে ইউএনওর অপসারণ দাবিতে লাগাতার কর্মসূচি দেওয়া হবে।
উপজেলা নির্বাহি অফিসার মো. রুহুল আমিন জানান, দুপুরে চরফ্যাশন বাজারে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে মাস্ক না পড়ায় দায়ে সাত জনকে ও ডিলিং লাইসেন্স না থাকার কারণে সাত জনসহ মোট ১৪ জনকে ৪৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় আর দুজন আটক রয়েছে।
তিনি আরও জানান, গত এক থেকে দেড় বছর আগে চরফ্যাশন বাজারের ব্যবসায়ীদেরকে ডিলিং লাইসেন্স সংগ্রহ করতে বলা হয়েছে। কিন্তু তারা তা করেনি। আমরা বিভিন্ন সময়ে বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করলেই তারা বিক্ষোভ মিছিল করে।