রাজধানীতে হঠাৎ করে যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনায় তদন্তে অধিকাংশ ক্ষেত্রেই দলীয় পরিচয় পাওয়া গেছে বলে জানিয়েছে ডিএমপি। এসব ঘটনার পুনরাবৃত্তি রোধে নজরদারি বাড়ানো হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) সকালে ডিএমপির কার্যালয়ে সাংবাদিকদের এ কথা জানান উপ-পুলিশ কমিশনার ওয়ালিদ হোসেন।
এদিকে বৃহস্পতিবারের ঘটনায় পল্টন থানায় আরো একটি মামলা হয়েছে। এ নিয়ে মামলার সংখ্যা দাঁড়ালো ১৪টিতে।
ডিএমপি কমিশনার ওয়ালিদ হোসেন বলেন, 'তারা কি কারণে এ ঘটনা ঘটালেন বা তাদের উদ্দেশ্য কি ছিল এগুলো আমরা জানার চেষ্টা করব। এবং একইসাথে তাদের সহযোগী কারা ছিল তারা কাদের নির্দেশনায় এ কাজগুলো করেছে সে বিষয়গুলো জানার চেষ্টা করব। আমরা সতর্কতা হিসেবে পুলিশের টহল, চেকপোষ্ট এগুলো বৃদ্ধির পাশাপাশি আমাদের গোয়েন্দা বৃদ্ধি করব।'