ঢাকা-১৮ সংসদীয় আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে । বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ৮টা থেকে শুরু হয়েছে ভোট গ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত ।
ভোটের সব আয়োজন প্রস্তুত থাকলেও কেন্দ্রগুলোতে ভোটারের সংখ্যা খুবই কম। বিভিন্ন কেন্দ্রে ঘন্টায় এক দুইটা করে ভোট পড়ছে বলে জানা যায়। আসনটিতে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট নেয়া হচ্ছে।
এই আসনে সংসদ সদস্য হতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ছয় প্রার্থী। এরা হলেন—ক্ষমতাসীন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোহাম্মদ হাবিব রহমান, বিএনপি মনোনীত প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন, গণফ্রন্ট প্রার্থী কাজী মো. শহীদুল্লাহ, বাংলাদেশ কংগ্রেসের ওমর ফারুক, জাতীয় পার্টির নাসির উদ্দিন সরকার এবং প্রগতিশীল গণতান্ত্রিক দলের মহিবুল্ল বাহার। তবে মূল দ্বৈরথ যে, আওয়ামী লীগের হাবিব আর বিএনপির জাহাঙ্গীরের মধ্যে হবে তা এক প্রকার নিশ্চিত।
আওয়ামী লীগের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও দলের সভাপতিমন্ডলীর সদস্য অ্যাডভোকেট সাহারা খাতুনের মৃত্যুতে গত ৯ জুলাই ঢাকা-১৮ আসন শূন্য হয়। আজ সিরাজগঞ্জ-১ আসনে উপনির্বাচনেও ভোট গ্রহণ চলছে। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিমের মৃত্যুতে গত ১৩ জুন সিরাজগঞ্জ-১ আসন শূন্য ঘোষণা করা হয়।
এদিকে নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনী এলাকায় যান চলাচলেও সীমাবদ্ধতা আরোপ করেছে নির্বাচন কমিশন। বুধবার (১১ নভেম্বর) দিবাগত মধ্যরাত ১২টা থেকে বৃহস্পতিবার (১২ নভেম্বর) দিবাগত মধ্যরাত পর্যন্ত নির্বাচনী এলাকায় সব ধরনের ট্রাক ও পিকআপভ্যান চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
একই সাথে মঙ্গলবার (১০ নভেম্বর) দিবাগত মধ্যরাত ১২টা থেকে শুক্রবার (১৩ নভেম্বর) দিবাগত মধ্যরাত ১২টা পর্যন্ত নির্বাচনী এলাকায় মোটরসাইকেলের চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ থাকবে। তবে সুনির্দিষ্ট ব্যতিক্রম প্রেক্ষাপটে নির্ধারিত যানবাহন এই নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে।
ওয়াইপি/পাবলিক ভয়েস