
সৌদি আরবের বন্দরনগরী জেদ্দায় আয়োজিত এক অনুষ্ঠানে বোমা বিস্ফোরণে অন্তত ৪ জন আহত হয়েছেন। জেদ্দা নগরীর এ অনুষ্ঠানে ইউরোপের বহু কূটনীতিক উপস্থিত ছিলেন।
ফ্রান্স-২৪ চ্যানেল জানিয়েছে, অমুসলিমদের একটি কবরস্থানে বোমার বিস্ফোরণ ঘটে।
ফরাসি পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, জেদ্দা নগরীতে অবস্থিত তাদের কন্স্যুলেটসহ কয়েকটি ইউরোপীয় কন্স্যুলেট এই অনুষ্ঠানের আয়োজন করে।
মন্ত্রণালয় জানিয়েছে, ঘরে তৈরি বোমার সাহায্যে আজ সকালে এ হামলা চালানো হয়। কে বা কারা এ হামলা চালিয়েছে সে ব্যাপারে কেউ কোনো দায়িত্ব স্বীকার করে নি। সূত্র: আরব নিউজ, পার্সটুডে
আই.এ/