সিলেট নগরের বন্দরবাজার ফাঁড়িতে পুলিশের নির্যাতনে মো. রায়হান আহমদ নিহতের ঘটনায় সাময়িক বরখাস্তকৃত এসআই আকবরের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে সিলেটের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবুল কাশেম তার সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন। আদালতের জিআরও মেহের দাশ এই তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে সোমবার (৯ নভেম্বর) দুপুরে জেলার কানাইঘাট উপজেলার ডোনা সীমান্ত থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পরে গ্রেপ্তারের বিষয়টি নিয়ে সন্ধ্যায় সিলেট জেলা পুলিশ সুপার কার্যালয়ের সামনে এক সংবাদ সম্মেলন করেন পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন।
এ সময় তিনি পুলিশের নির্যাতনে রায়হান আহমদ হত্যার সঙ্গে জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতে প্রয়োজনীয় সবধরনের সহযোগিতা করার আশ্বাস দেন।
আই.এ/