মাহবুব নাহিয়ান : ফ্রান্সে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে কটাক্ষ করে ব্যঙ্গচিত্র প্রদর্শনীর প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে ডেমরা থানার সর্বস্তরের তাওহিদী জনতা।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এর ৬৭নং ওয়ার্ড কাউন্সিরর হাজী মোঃ ইবরাহীমের সভাপতিত্বে ২ নভেম্বর (সোমবার) বিকাল ৪টায় রাজধানীর ডেমরায় বড়ভাঙ্গা থেকে রানীমহল সড়কের দুপাশে মানববন্ধন ও প্রতিবাদ সভায় দল-মত নির্বিশেষে সকল শ্রেণি পেশার সহস্রাধিক মানুষ অংশ নেয়।
সভাপতির বক্তব্যে হাজী মোঃ ইবরাহীম বলেন - ফ্রান্স সরকার রাষ্ট্রীয়ভাবে পুলিশ পাহারায় মুহাম্মদ সা. এর ব্যঙ্গচিত্র প্রদর্শন করে মুসলিম উম্মাহ’র হৃদয়ে আঘাত করেছে। বাকস্বাধীনতার নামে প্রাণপ্রিয় নবী হযরত মুহাম্মদ সা. কে নিয়ে কোনো ধরণের ব্যঙ্গাত্মক কার্যকলাপ কোনো মুসলমানই মেনে নিতে পারে না।মুসলমানরা তাদের নবী মুহাম্মদ সা. কে তাদের প্রাণের চেয়ে বেশি ভালোবাসে। তাকে অমর্যাদা করে ফ্রান্সে যা করা হয়েছে আমরা তার তীব্র নিন্দা জানাচ্ছি।
তিনি আরও বলেন - ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রো ব্যঙ্গচিত্র প্রকাশকে সমর্থন করে নিজেকে ইসলামবিদ্বেষী হিসেবে পরিচয় দিয়েছে। ইউরোপজুড়ে ইসলামফোবিয়া ছড়িয়ে দিয়ে একটি অশান্ত পরিবেশ সৃষ্টি করার পায়তারা করছে ফ্রান্স। অবিলম্বে ব্যঙ্গচিত্র প্রত্যাহার করে মুসলমানদের কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে বলে মানববন্ধন থেকে দাবী জানানো হয়। অন্যথায় ফ্রান্সকে বয়কট এবং ফ্যান্সের পণ্য বর্জন কর্মসূচি মুসলমানরা অব্যাহত রাখবে বলে ঘোষনা দেয়া হয়।
মুসলিম প্রধান দেশ হিসেবে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ফ্রান্স সরকারের এ কর্মকাণ্ডে নিন্দা জানানো এবং ফ্রান্সের রাষ্ট্রদূতকে তলব করে এর প্রতিবাদ জানানোর আহবান করেন সভার অন্যান্য বক্তারা।
প্রতিবাদ সভা থেকে পাঁচ দফা দাবি জানানো হয় :
প্রতিবাদ সভায় আরো বক্তব্য রাখেন ডেমরা ইমাম ঐক্য পরিষদের সভাপতি মাওলানা আজহারুল ইসলাম আজমী, মানসুর আহমদ সাকী, মাওলানা মোজাম্মেল প্রমুখ।
এ সময় ডেমরার নেতৃস্থানীয় ও গন্যমান্য ব্যাক্তিবর্গ, বিভিন্ন সামাজিক সংগঠনের সেচ্ছাসেবী এবং দলমত নির্বিশেষে ডেমরার সর্বস্তরের তাওহিদী জনতা উপস্থিত ছিলেন।