সোশ্যাল মিডিয়ায় ইসলাম–ভীতি ছড়ানো নিয়ে ইতিমধ্যেই ইসলামিক দেশগুলির তুমুল প্রতিবাদের মুখে পড়েছে ফরাসি প্রেসিডেন্ট। এবার ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোকে হুঁশিয়ারি দিলেন জাকির নায়েক।
স্কুলে বিশ্বনবী হযরত মুহাম্মদ (সঃ) এর ব্যঙ্গচিত্র দেখানোর জন্য সম্প্রতি ফ্রান্সে খুন হয় এক স্কুল শিক্ষক। প্রতিক্রিয়ায় ইসলাম বিদ্বেষীদের পক্ষ নিয়ে ইসলামের কড়া সমালোচনা করেন ফরাসি প্রেসিডেন্ট।
সেই ঘটনায় মুসলিম ধর্মাবলম্বীদের ভাবাবেগে আঘাত দেওয়ার অভিযোগে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোকে নাম না করে হুঁশিয়ারি দিলেন ড. জাকির নায়েক।
কুরআন শরিফের একটি আয়াত তুলে ধরে টুইটারে লিখেছেন, ‘যারা আল্লাহর দূতের অবমাননা এবং তাকে গালিগালাজ করে, তারা এ জীবনে তো বটেই, জীবনের পরেও ভয়ানক শাস্তি পায়।’ পাশাপাশি ফরাসি পণ্য বয়কটের কথা জানিয়েছেন এই জনপ্রিয় ইসলামিক চিন্তাবিদ।
নাম উল্লেখ না করলেও ফরাসি পণ্য বর্জনের আবেদন রাখার কারণে স্পষ্টতই বোঝা যায় তিনি ম্যাক্রোকে বার্তা দিয়েছেন।
ইসমাঈল আযহার/পাবলিক ভয়েস