ইসমাঈল আযহার
পাবলিক ভয়েস
যুক্তরাষ্ট্রের বিশেষ দূত জালমে খলিলজাদ এক টুইট বার্তায় দাবি করেছেন, ‘দোহার চুক্তি লঙ্ঘন নিয়ে সাম্প্রতিক তালেবানদের মন্তব্য "ভিত্তিহীন" এবং "প্রদাহজনক বক্তৃতা”। যাতে শান্তি অগ্রসর হয় না।’ আগানিস্তানের স্থানীয় গণমাধ্যম তোলো নিউজ এক প্রতিবেদনে এখবর দিয়েছে।
খালিলজাদ বলেন, এর পরিবর্তে, আমাদের মার্কিন-তালেবান চুক্তি এবং মার্কিন-আফগানিস্তানের যৌথ ঘোষণাপত্রের সমস্ত নিবন্ধ কঠোরভাবে অনুসরণ করা উচিত।
খলিলজাদ বলেন, "হেলমান্দে তালেবান হামলা; আফগান সুরক্ষা বাহিনীর বিরুদ্ধে তালেবানদের আক্রমণ; এবং এএনএসএফ অভিযান এবং জোটের হামলার অভিযোগ তালেবানদের কাতারের রাজধানী দোহায় সাম্প্রতি একটি বৈঠকের দিকে পরিচালিত করেছিল।
তিনি বলেন, আলোচনার টেবিল থেকে ছাড় পাওয়ার জন্য সহিংসতা বাড়াতে হবে- বিশ্বাসটি খুব ঝুঁকিপূর্ণ। এ জাতীয় দৃষ্টিভঙ্গি শান্তি প্রক্রিয়াটিকে দুর্বল করে দিতে পারে এবং আফগান নেতাদের দ্বারা অতীতের ভুল গণনার পুনরাবৃত্তি ঘটাতে পারে।
খলিলজাদ বলেন, দোহার বৈঠকে সব পক্ষ হামলা ও ধর্মঘট কমিয়ে সহিংসতা ও হতাহতিকে হ্রাস করতে সম্মত হয়েছে। তবে হেলমান্দে সহিংসতা হ্রাস পেলেও দেশে সামগ্রিকভাবে সহিংসতা বেড়েছে।
ইসমাঈল আযহারের অনুবাদ
আই.এ/