
ভোলা প্রতিনিধি: ভোলায় করোনাভাইরাসের কারনে অসহায় হতদরিদ্রদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেছেন র্যাপেলস লিমিটেড। সোমবার (১৯ অক্টোবর) ভোলা জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের কার্যালয়ে এ আর্থিক সহায়তা প্রদান করা হয়। র্যাপেলস লিমিটেডের প্রতিষ্ঠাতা জাপান প্রবাসী আপেল মাহমুদের উদ্যোগে হত দরিদ্রদের জন্য ঐক্য পরিষদের নেতাদের হাতে নগদ অর্থ তুলে দেন দৈনিক যায়যায়দিন পত্রিকার স্টাফ রিপোর্টার নুরে আলম ফয়েজুল্লাহ।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ভোলা জেলার আহবায়ক অবিনাস নন্দি, সদস্য সচিব প্রভাষক ধ্রুব হাওলাদার, মুক্তিযোদ্ধা গোপাল সাহা, নির্বাহী সদস্য শিবু কর্মকার, সাবেক জেলা শিক্ষা অফিসার প্রাণ গোপাল দে, পেশাজীবি ঐক্য পরিষদের সভাপতি অসিম সাহা, যুব ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক লক্ষ্মণ দাস, ছাত্র ঐক্য পরিষদের সদস্য সচিব অর্ণব চন্দ্র দে প্রমূখ।
অসহায়দের জন্য করোলাকালিন আর্থিক সহায়তা পেয়ে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতারা র্যাপেলস লিমিটেডের প্রতিষ্ঠাতা আপেল মাহমুদকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। এবং ভবিষ্যতে তার এ সহায়তা চালু থাকবে বলেও আশা ব্যক্ত করেন তারা।###
এনএইচ/