পাবলিক ভয়েস: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ষষ্ঠ আসরে ইতিহাস গড়লেন ঢাকা ডাইনামাইটসের অধিনায়ক সাকিব আল হাসান। বিপিএলে প্রথম ক্রিকেটার হিসেবে ১০০ উইকেট শিকারের মাইলফলক স্পর্শ করেছেন বিশ্বসেরা অলরান্ডার। আজ মঙ্গলবার কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ব্যাটসম্যান শামসুর রহমানের উইকেট নিয়ে এ রেকর্ড গড়েন তিনি।
এবারের বিপিএল শুরুর আগে ৬২ ম্যাচে সাকিবের উইকেট ছিল মোট ৮৩টি উইকেট। ফলে ১০০ উইকেটের মাইলফলক স্পর্শ করতে তার প্রয়োজন ছিল আরো ১৭টি উইকেট। আজ মঙ্গলবারের আগে চলতি বিপিএলে ৭ ম্যাচ খেলে ১৪ উইকেট পান সাকিব। আজ মঙ্গলবার তামিম ইকবাল, শহীদ আফ্রিদি ও শামসুর রহমানের উইকেট নিয়ে এখন পর্যন্ত সর্বোচ্চ ১৭টি উইকেট বাংলাদেশ টি-টোয়েন্টি ও টেস্ট দলপতির দখলে।