সিরিয়ার সাথে তুর্কি সিমান্তের কাছাকাছি উত্তরাঞ্চলীয় শহর আল-বাব জেলায় সন্ত্রাসীরা বোমা বোঝাই ট্রাক বিস্ফোরিত করেছে। এতে এখন পর্যন্ত ১৪ জন নিহত ও ৫০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
আল-বাব জেলাটি সিরিয়ার সাথে তুরস্ক সীমান্তের একদম নিকটবর্তী জেলা কাছাকাছি সময় এ জেলায় এটি দ্বিতীয় আক্রমণ।
স্থানীয় সুরক্ষা মন্ত্রনালয়ের সূত্রে এ খবর জানিয়েছে তুর্কি গণমাধ্যম আনাদুলু।
সিরিয়ার আলেপ্পো প্রদেশের আল-বাব জেলায় হামলাকারীরা বিস্ফোরকবাহী ট্রাকটি বিস্ফোরণ করেছিল এবং একাধিক হতাহতের ঘটনা ঘটেছে বলে সূত্রটি জানিয়েছে।
তুরস্কের দক্ষিণ সীমান্তের নিকটে অবস্থিত শহরে এই হামলার পিছনে ওয়াইপিজি / পিকেকের সন্ত্রাসবাদী গোষ্ঠীর হাত রয়েছে বলে সম্ভাবনা বিবেচনা করছেন তদন্তকারীরা।
রবিবার একটি চেকপোস্টে বিস্ফোরণে দুজন বেসামরিক নাগরিক নিহত ও সাতজন আহত হওয়ার কয়েক দিনের মধ্যেই এটি জেলার দ্বিতীয় বোমা হামলা।
তুরস্কের সেনা এবং সিরিয়ান ন্যাশনাল আর্মি তুরস্কের অপারেশন ইউফ্রেটিস শিল্ডের অংশ হিসাবে ফেব্রুয়ারী ২০১৭ সালে আল-বাবকে দায়েশ / আইএসআইএস সন্ত্রাসবাদী দল থেকে মুক্ত করেছিলো।
তুরস্কের সীমান্তবর্তী অঞ্চলে লুকিয়ে থাকা সন্ত্রাসীদের নির্মূল করার জন্য ২০১৬ সালের আগস্ট থেকে সাত মাসের এই অভিযান চালানো হয়েছিল।
তুরস্ক, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইইউ দ্বারা সন্ত্রাসবাদী সংগঠন হিসাবে তালিকাভুক্ত পিকেকে দীর্ঘ দুই যুগ ধরে তুরস্কের বিরুদ্ধে যুদ্ধে লীপ্ত। যারা নারী, শিশু এবং বেসামরিক লোকসহ প্রায় ৪০,০০০ মানুষের মৃত্যুর জন্য দায়ী। ওয়াইপিজি হল পিকেকে-এর সিরিয়ান অংশ।