আল্লামা আহমদ শফী রহ. স্মরণে ঢাকাস্থ জামালপুর জেলা ওলামা পরিষদ আয়োজিত আলোচনা সভায় আহমদ শফী রহ. সুযোগ্য খলিফা মুফতী ওমর ফারুক সন্দিপী বলেছেন, শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী রহ. জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করেছেন।
শুক্রবার (২ অক্টোবর) বিকেলে রাজধানীল জাতীয় প্রেসক্লাব ভিআইপি লাউঞ্জে ঢাকাস্থ জামালপুর জেলা ওলামা পরিষদের উদ্যোগে আয়োজিত শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী রহ. এর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন।
তিনি বলেন, উপমহাদেশের ইসলামী জাগরণের অবিসংবাদিত নেতা ছিলেন। তিনি ইসলাম বিরোধী সকল ষড়যন্ত্রের মোকাবেলা করে সকলকে ঐক্যবদ্ধ করেছিলেন। তিনি সত্য-মিথ্যার পার্থক্য জাতির সামনে পরিষ্কার করেছিলেন।
নেতৃরা বলেন, আল্লামা আহমদ শফী রহ. ইসলাম এবং ইসলামী আদর্শকে সমাজের সর্বস্তরে প্রতিষ্ঠার জন্য কাজ করে গেছেন। তেমনিভাবে আমাদেরকেও কাজ করতে হবে। তিনি আরো বলেন, আল্লামা শাফি রহ. তার জীবনের প্রতি সময়ে ইসলামের জন্য নিবেদিত ছিলেন। আমাদেরকেও সেভাবেই কাজ করলে ইনশাআল্লাহ আমরা সফলতা পাব।
জামালপুর জেলা ওলামা পরিষদের সভাপতি মুফতি কাজী মাহমুদ হাসান বলেন, শায়খুল ইসলাম রহ. তিনি কাজ করেছেন তিনি সমাজের মানুষের জন্য কাজ করেছেন। রাজনীতির ময়দানে নিজেই দৃষ্টান্ত স্থাপন করেছেন তা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। তিনি বলেন, আমাদের সকল প্রকার ভেদাভেদ ভুলে সকল প্রকার সমস্যা থেকে উত্তোরণ হয় আমাদের এক প্ল্যাটফর্মে আসতে হবে। পরে হযরতের বুলন্দ মর্যাদা কামনা করে বিশেষ দুয়া ও মুনাজাত করা হয়।
আলহাজ্ব মাওলানা হারুন অর রশিদ এর সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক মাওলানা জিয়াউল আশরাফের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন মাওলানা শহিদুল্লাহ আনসারী, মুফতি আব্দুল জব্বার, ঢাকাস্থ জামালপুর জেলা ওলামা পরিষদের সভাপতি মুফতি কাজী মাহমুদুল হাসান, সিনিয়র সহ সভাপতি মুফতি সিদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক মুফতি বাকি বিল্লাহ, মাওলানা আহমদ আবদুল কাইয়ূূম, সহ সভাপতি মুফতি মোস্তাফিজুর রহমান, মুফতি আব্দুল্লাহ আল মামুন, শায়খ ওসমান গণি, মুফতি আনোয়ার হোসাইন, মুফতী মুসলিম উদ্দিন, মুফতী জাহিদুল ইসলাম, মুফতি ইলিয়াস হোসাইন, মাওলানা ফরহাদ হুসাইন, মাওলানা মুফতি আবু সুফিয়ানসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
আই.এ/