আগামী ৩ অক্টোবর বাংলাদেশের কওমী মাদরাসাসমূহের সর্বোচ্চ শিক্ষাবোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের মজলিসে আমেলার মিটিং। এ মিটিং থেকেই সিদ্ধান্ত হবে বেফাকের নতুন নেতৃত্ব নির্বাচনের প্রথম ধাপ।
বাংলাদেশের সর্বজনবিধিত আলেম ও বেফাকের সভাপতি আল্লামা শাহ্ আহমদ শফী রহ. এর ইন্তেকালের পর বেফাকের মূল এই পদটি পূরণ করার চ্যালেঞ্জ সামনে এসে দাড়িয়েছে। শূণ্য এ পদটি নির্বাচনের মধ্যেই কওমী অঙ্গনের অনেক সংকটের সমাধান রয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
বেফাকের সভাপতি পদটি বহু কারণেই গুরুত্বপূর্ণ। বিশেষ করে বেফাকের সভাপতি পদাধিকার বলে বাংলাদেশের কওমী শিক্ষার সর্বোচ্চ সংস্থা আল হাইআতুল উলয়ার চেয়ারম্যান নির্বাচিত হয়ে থাকেন। যে কারণে পদটি অত্যাধিক গুরুত্বপূর্ণ।
গুরুত্বপূর্ণ এ পদে কাকে বসানো হবে সে বিষয়ে সিদ্ধান্ত নিতে আগামী ৩ অক্টোবর বেফাক অফিসে মজলিসে খাস কর্তৃক মজলিসে আমেলার মিটিং আহবান করা হয়েছে।
এ মিটিং থেকে সভাপতি নির্বাচিত হবেন কি না, বা হলেও কোন প্রক্রিয়ায় হবেন সে বিষয়ে স্পষ্ট কিছু না জানা গেলেও এ আমেলা বৈঠক থেকেই যে সভাপতি নির্বাচনের প্রাথমিক প্রক্রিয়াটি সম্পন্ন হবে তা অনেকাংশেই পরিস্কার।
আরও পড়ুন : বেফাকের গঠনতন্ত্রে সভাপতি নির্ধারণের শর্তসমূহ জেনে নিন
সারাদেশের প্রায় ১৫৭ সদস্য বিশিষ্ট আমেলা কমিটির বেশিরভাগ সদস্য সেদিন উপস্থিত থেকে প্রত্যক্ষভাবে তাদের সমর্থন প্রকাশ করে সভাপতি নির্বাচন প্রক্রিয়ায় অংশ নেবেন। তবে অভিযোগ আছে আমেলার সদস্যদের সাথে বিভিন্ন মহল যোগাযোগ করছে এবং তাদের সমর্থন আদায়ের চেষ্টা করছে। দু একটি মহল এ বিষয়ে বিভিন্ন অঞ্চলে সফর করেছেন বলেও অভিযোগ দিয়েছেন কেউ কেউ।
এসবের মধ্যেই আমেলা বৈঠক সুষ্ঠুভাবে সম্পন্ন করা ও গঠনতন্ত্র অনুসারে আমেলা মিটিং পরিচালনা করাসহ বেশ কিছু বিষয় নিয়ে বেফাকের খাস কমিটির একটি জরুরী বৈঠক আহবান করা হয়েছিলো গতকাল। মজলিসে খাসের বেশিরভাগ সদস্যদের উপস্থিতিতে এ বৈঠকে বেশকিছু সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেল প্রায় ৩ টা থেকে মাগরিব পর্যন্ত এ মিটিং পরিচালনা করা হয়।
বেফাক সংকট সম্পর্কে জানতে পাবলিক ভয়েসের এই প্রতিবেদনগুলো পড়ুন :
বেফাকের ফোনালাপ ফাঁস ও মার্কশীট দুর্নীতি : ফেঁসে যেতে পারে শতাধিক মাদরাসা
বেফাকের অস্থিরতা: গুঞ্জনের ডালপালা পক্ষ-বিপক্ষ ও অনেক পক্ষ
বেফাক ও কওমী মাদরাসা সংকট : মূল প্রশ্ন আড়ালেই থাকছে
বেফাকে অনিয়ম : বৈঠকের সিদ্ধান্ত নিয়ে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ
বেফাক থেকে তিনজন বরখাস্ত : দুর্নীতির বিষয়ে তদন্ত চলবে
বেফাক থেকে বহিস্কার ও ‘ফোনালাপ’ বিষয়ে যা বলছেন মুফতি আবু ইউসুফ
বেফাক থেকে বহিস্কার বিষয়ে যা বলছেন মুফতী তোয়াহা
নাম প্রকাশে অনিচ্ছুক বেফাক সংশ্লিষ্ট একজন প্রভাবশালী সদস্য পাবলিক ভয়েসকে জানান - এ বৈঠকটি মূলত জরুরী বৈঠক হিসেবেই আহবান করা হয়েছে। বৈঠক থেকে মজলিসে আমেলা পরিচালনার জন্য সভাপতি নির্বাচনের কাজ সম্পন্ন করা হয়েছে এবং আরও বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আমেলা বৈঠকের সভাপতি কাকে নির্ধারণ করা হয়েছে জানতে চাইলে তিনি বিষয়টি স্পষ্টভাবে প্রকাশ করতে অপারগতা জানিয়ে বলেন - বেফাকের মিটিং পরিচালনার গঠনতন্ত্র অনুসারে যিনি সভাপতি নির্বাচিত হওয়ার কথা তিনিই সভাপতি নির্বাচিত হবেন আমেলা মিটিংয়ের।
একই সাথে খাস কমিটির এই জরুরী বৈঠকে বেফাক নিয়ে বেফাক অফিসের বাইরে পরিচালিত কয়েকটি মিটিং সম্পর্কেও নিন্দা জানানো হয়েছে এবং তাদেরকে বেফাকের পক্ষ থেকে নিয়মতান্ত্রিক নোটিশ পাঠানো হবে বলেও জানানো হয়েছে। নোটিশ পাঠানোর বিষয়ে খাস কমিটির সদস্যদের একাধিক ব্যক্তিরাসহ বেফাকের প্রবীণ সদস্য ও সহ-সভাপতি আল্লামা নূর হোসাইন কাসেমীও সম্মতি দিয়েছেন বলে জানিয়েছেন ওই সদস্য।
আরও পড়ুন :
বেফাক সংকট সমাধানে দায়িত্বশীলরা দ্রুত উদ্যোগী হন : মুফতী ফয়জুল করীম
বেফাক ও হাইয়া নিয়ে বসুন্ধরা মাদ্রাসার প্রধান মুফতীর চার প্রস্তাব
অপরদিকে ফেসবুকসহ সোশ্যাল মিডিয়ায় বেফাক বিষয়ে বিভিন্ন খন্ডিত বক্তব্য প্রচার করা ও কওমী অঙ্গনের ভাবমূর্তি ক্ষুন্ন করা কিছু আইডি ও গোষ্ঠি সম্পর্কে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে বেফাকের যুগ্ম মহাসচিব ও খাস কমিটির সদস্য মাওলানা মাহফুজুল হক ও আর একজন সহযোগিকে দায়িত্ব দেওয়া হয়েছে বলেও জানা গেছে। এ বিষয়ে মাওলানা মাহফুজুল হককে কয়েকবার মোবাইলে নক দেওয়া হলেও তিনি সাড়া দেননি।
এ সবের মধ্যেই একটি অস্থিরতার সময় পার করছে কওমী অঙ্গন। বেফাকের নেতৃত্ব নির্বাচন নিয়ে অনেকের মধ্যেই উদ্বেগ কাজ করছে। তবে বেশ কয়েকজন আমেলা সদস্যের সাথে কথা বলে জানা গেছে - তারা বেফাকের নেতৃত্বে অবিতর্কিত এবং গঠনতন্ত্র অনুসরণ করে যাকে সভাপতি নির্ধারণ করা যায় এমন ব্যক্তিকেই চাচ্ছেন।
আরও পড়ুন :
আল্লামা শফী রহ.-এর মৃত্যুতে শোক সভায় বেফাক-হাইআ নিয়ে কঠোর বার্তা
বেফাক-হাইয়া নিয়ে আমাদের মঞ্চের বাইরে যারা যাবে তারা দালাল : জুনায়েদ আল হাবিব
বেফাক সংকট নিয়ে আরও পড়ুন :
খাস কমিটির বেশির ভাগ সদস্যদের উপস্থিতিতে হাটহাজারীতে বেফাকের বৈঠক
বেফাকের অনিয়ম বিষয়ে তদন্ত কমিটি গঠন : যারা রয়েছেন কমিটিতে
বেফাকে অস্থিরতা; তদন্ত কমিটির প্রতিবেদন জমা হবে ২৭ আগস্ট
বেফাক মহাসচিব আল্লামা কুদ্দুস নির্দোষ : আল্লামা শফী
বেফাক সংকট সমাধানে আলেমদের চার প্রস্তাব
#আরআর/পাবলিক ভয়েস