ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় আহলে সুন্নাত ওয়াল জামায়াতের উপদেষ্টা আলাউদ্দিন জিহাদীর এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আফতাবুজ্জামানের আদালতে পাঁচ দিনের রিমান্ড আবেদন করলে আদালত এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।
আদালত পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান রিমান্ড মঞ্জুরের সত্যতা নিশ্চিত করেছেন। হেফাজতে ইসলামের আমির আল্লামা আহমেদ শফীর মৃত্যুর পর তাকে নিয়ে কটূক্তি করার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি দায়ের করা হয়।
ওয়াইপি/পাবলিক ভয়েস