হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর, দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার মুহতামিম, বাংলাদেশের সর্বপ্রবীণ ও সর্বজনশ্রদ্ধেয় আলেম আল্লামা শাহ আহমদ শফী শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬ টার সময় ঢাকা আজগর আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।
আজ শনিবার (১৯ সেপ্টেম্বর) যোহরের নামাজের পর হুজুরের জানাজা অনুষ্ঠিত হয়েছে। জানাজার নামাজ পড়িয়েছেন হুজুরের বড় ছেলে মাওলানা মুফতি মো. ইউসুফ।
আল্লামা শাহ আহমদ শফীর পর হাটহাজারীর মুহতামিম কে হবেন এ বিষয়ে মসজিসে শুরার বৈঠক অনুষ্ঠিত হয়েছে। হাটহাজারী মাদরাসার মজলিসে শুরার বৈঠকে মুহতামিম হিসেবে তিনজনের একটি প্যানেল ঘোষণা করা হয়েছে।
১ আল্লামা শেখ আহমদ হাফিজাহুল্লাহু
২ বাংলাদেশের গ্রান্ড মুফতী আল্লামা মুফতী আব্দুস সালাম চাটগামী হাফিজাহুল্লাহু
৩ আল্লামা ইয়াহইয়া সাহেব হাফিজাহুল্লাহু
আল্লামা শফীর ইন্তেকাল ও দাফনের পর দ্রুততম শুরা বৈঠকে এ সিদ্ধান্ত জানানো হয় শনিবার সন্ধ্যায়।
সমানাধিকারের ভিত্তিতে পরামর্শক্রমে এই তিনজন মাদরাসা পরিচালনা করবেন।
মাদরাসা শিক্ষাসচিব ও শায়খুল হাদীস - আল্লামা জুনায়েদ বাবুনগরী
সহকারী শিক্ষাসচিব - আল্লামা হাফেজ শোয়াইব
আই.এ/