
হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর, দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার মুহতামিম আল্লামা শাহ আহমদ শফী আজ সন্ধ্যায় ঢাকার আজগর আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ( ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন)
আল্লামা শাহ আহমদ শফীর জানাজা শনিবার (১৯ সেপ্টেম্বর) বাদ যোহর (দুপুর ২ টায়) দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।
আল্লামা শফীর ছেলে আনাস মাদানী বলেছেন, তার বাবার জানাজা একাধিক হবে না।
এদিকে এই মহান ব্যক্তির চলে যাওয়ায় শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার আলাদা আলাদা বার্তায় গভীর শোক জানিয়েছেন।
ইসমাঈল আযহার/পাবলিক ভয়েস