বাংলাদেশ আওয়ামী লীগের অঙ্গ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের হাতে নির্মমভাবে শহীদ হওয়া ভারতীয় হিন্দুত্ববাদী শক্তির বিপক্ষে ফেসবুকে লেখালেখি করা বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) মেধাবী ছাত্র আবরার হোসেন ফাহাদের একটি ফেসবুক পোস্ট এক বছর পর এসে হুবহু মিলে গেছে।
ভারতে ইলিশ মাছ রপ্তানি করা নিয়ে গত বছরের (২০১৯) ৩০ সেপ্টেম্বর তিনি তার আইডিতে যে পোস্টটি দিয়েছেন তা এ বছর এসে হুবহু মিলে গেছে।
তিনি লিখেছিলেন, "কে বলে হিন্দুস্তান আমাদের কোন প্রতিদান দেয় না। এইযে ৫০০ টন ইলিশ পাওয়ামাত্র ফারাক্কা খুলে দিছে। এখন আমরা মনের সুখে পানি খাবো আর বেশি বেশি ইলিশ পালবো। ইনশাল্লাহ আগামী বছর এক্কেবারে ১০০১ টন ইলিশ পাঠাবো।"
আবরার ফাহাদের ফেসবুক পোস্ট
ঠিকই এক বছর পর এসে এ বছর ভারতে ১৪০০ টনেরও বেশি ইলিশ রপ্তানি করা হচ্ছে। ইতোমধ্যে এ বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে সরকার। জানা গেছে, এবছর দুর্গাপূজায় উপহার হিসেবে ১০ অক্টোবরের মধ্যে ১৪৫০ মেট্রিক টন ইলিশ ভারতে পাঠাবে বাংলাদেশ। ২২ অক্টোবর দুর্গাপূজার সপ্তমী।
গত বছর ৫০০ মেট্রিক টন ইলিশ পাঠিয়েছিল বাংলাদেশ। কিন্তু এবার ইলিশের উৎপাদন বেশি হওয়ায় মোট নয়টি সংস্থাকে সর্বনিম্ন ১৫০ মেট্রিক টন করে ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে বাংলাদেশ।
বিপরিতে একই দিনে ভারতের বাজারে পেঁয়াজের দাম বাড়ার অজুহাতে বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দিয়েছে ভারত।
বাংলাদেশের উপর চরমভাবে অন্যায্য বিভিন্ন কাজ চাঁপিয়ে দেওয়া হিন্দুত্ববাদী দেশ ভারতের প্রতি বাংলাদেশের এই নমনীয় আচরণ ও নতজানু পরিস্থিতি নিয়ে বারবারই প্রতিবাদমূখর হয়েছিলেন বুয়েটের মেধাবী ছাত্র আবরার ফাহাদ।
এর জের ধরে গত বছরের ৬ অক্টোবর রাতে বুয়েটের শেরে বাংলা হলে ছাত্রলীগের কিছু উচ্ছৃঙ্খল কর্মীদের হাতে নির্দয় পিটুনির শিকার হয়ে মারা যান বুয়েটের মেধাবী ছাত্র আবরার ফাহাদ। এ ঘটনায় পরদিন নিহতের বাবা বরকত উল্লাহ বাদী হয়ে ১৯ জনকে আসামি করে চকবাজার থানায় একটি মামলা করেন।
আবরারকে নিয়ে ভারতীয় তরুণীর যে স্ট্যাটাস ভাইরাল
আজ (২৯ সেপ্টেম্বর) এ মামলার বিচারকার্য শুরু হয়েছে। আজ মঙ্গলবার আসামিদের অব্যাহতির আবেদন নামঞ্জুর করে ঢাকার এক নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক আবু জাফর মো. কামরুজ্জামান অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর এ আদেশ দেন।
বুয়েট ছাত্র আবরার ফাহাদ হত্যার বিচার শুরু
দ্রুত আবরার হত্যার বিচার শেষ করতে আইনমন্ত্রীকে নির্দেশ
গত ২ সেপ্টেম্বর এই মামলার অভিযোগ গঠন শুনানি শুরু হয়। সেদিন এ মামলায় গ্রেফতার ২২ আসামির মধ্যে ১৩ জনের পক্ষে অব্যাহতির আবেদনের উপর শুনানি হয়। গত ৯ সেপ্টেম্বর বাকি ৯ আসামির আইনজীবী অব্যাহতির আবেদনের উপর শুনানি করেন।
এরপর রাষ্ট্রপক্ষের আইনজীবীরা অব্যাহতির আবেদনের বিরোধিতা করে প্রত্যেক আসামির বিরুদ্ধে হত্যার দায়ে অভিযোগ গঠনের আর্জি জানান।
উভপক্ষের শুনানি শেষে বিচার শুরুর বিষয়ে আদেশের জন্য ১৫ সেপ্টেম্বর দিন ধার্য করা হয়।
এর আগে গত ৯ আগস্ট ঢাকার এক নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক আবু জাফর মো. কামরুজ্জামান অভিযোগ গঠনের জন্য ২ সেপ্টেম্বর দিন ধার্য করেছিলেন।
গত ২২ মার্চ এই আদালতে মামলাটি বিচারের জন্য বদল হয়ে আসে। ওইদিনই আদালত অভিযোগ গঠনের জন্য ৬ এপ্রিল দিন ধার্য করেন। তবে করোনা পরিস্থিতিতে আদালত বন্ধ হয়ে গেলে সেই শুনানি আর হয়নি।
গত ১৭ ফেব্রুয়ারি মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তরে আবরারের বাবা বরকতউল্লাহ সরকারি দফতরে চিঠি দেন। পরে গত ১৫ মার্চ মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তরের আদেশ দিয়ে গেজেট প্রকাশ করে আইন মন্ত্রণালয়। গেজেটের পর গত ১৮ মার্চ ঢাকার মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ মামলাটি এক নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তরের আদেশ দেন।
আবরার হত্যা: হত্যাকারীরা উচ্ছৃঙ্খল আচরণে অভ্যস্ত হয়ে গিয়েছিলো
গুগল ম্যাপে বুয়েটের হলের নাম শহীদ আবরার হল, খুনীদের নামে টয়লেট
আবরার হত্যা, ভোলা ট্রাজেডি ও ভারতচুক্তি সরকারের নতজানু নীতির বহিঃপ্রকাশ
এর মধ্যে রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনার জন্য তিন সদস্যের প্রসিকিউশন প্যানেলও ঘোষণা করা হয়। এর মধ্যে মোশারফ হোসেন কাজলকে চিফ স্পেশাল পাবলিক প্রসিকিউটর এবং এহসানুল হক সমাজী ও মো. আবু আব্দুল্লাহ ভুঞাকে স্পেশাল পাবলিক প্রসিকিউটর হিসেবে নিয়োগ দেওয়া হয়।
গত বছর ১৩ নভেম্বর মামলায় ২৫ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন গোয়েন্দা পুলিশের (ডিবি) লালবাগ জোনাল টিমের পরিদর্শক মো. ওয়াহিদুজ্জামান।
পরে ১৮ নভেম্বর অভিযোগপত্র গ্রহণ করে পলাতক চার আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। পরোয়ানা অনুযায়ী গ্রেফতার করতে না পারায় গত ৩ ডিসেম্বর তাদের সম্পদ ক্রোকের নির্দেশ দেওয়া হয়। ৫ জানুয়ারির মধ্যে ক্রোকী পরোয়ানা তামিলের নির্দেশ দেওয়া হয়েছিল।
এরপর গত ৫ জানুয়ারি পলাতক আসামিদের হাজিরে বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ দেওয়া হয়। বিজ্ঞপ্তি প্রকাশের বিষয়ে প্রতিবেদন দাখিলের আগের দিন মোর্শেদ অমত্য ইসলাম নামে পলাতক এক আসামি আদালতে আত্মসমর্পণ করে জামিন আবদেন করেন। আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠান।
তাই এখন পলাতক থাকলেন আর তিন আসামি। তারা হলেন- মোর্শেদুজ্জামান জিসান, এহতেশামুল রাব্বি তানিম ও মোস্তবা রাফিদ। এর মধ্যে মোস্তবা রাফিদের নাম এজাহারে ছিল না।
এর আগে গত ১২ জানুয়ারি ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. কায়সারুল ইসলাম মামলার বিষয়ে পরবর্তী পদক্ষেপ নিতে মহানগর দায়রা জজ আদালতে বদলির আদেশ দেন।
এরপর দুই দফায় অভিযোগ গঠন শুনানির জন্য দিন রাখা হলেও মামলাটি দ্রুত বিচারে স্থানান্তরের গেজেট না হওয়ায় শুনানি পিছিয়ে যায়।
মামলায় অভিযুক্ত ২৫ জনের মধ্যে এজাহারভুক্ত ১৯ জন এবং এজাহার বহির্ভূত ৬ জন। গ্রেফতারদের মধ্যে ৮ জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
তদন্ত চলাকালে মামলায় অভিযুক্ত ২৫ জনের মধ্যে ২১ জনকে গ্রেফতার করতে সক্ষম হয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তারা হলেন- বুয়েট শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাসেল, সহ-সভাপতি মুহতাসিম ফুয়াদ, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান রবিন, তথ্য ও গবেষণা সম্পাদক অনিক সরকার, ক্রীড়া সম্পাদক মেফতাহুল ইসলাম জিওন, উপ-সমাজসেবা সম্পাদক ইফতি মোশাররফ, উপ-আইন সম্পাদক অমিত সাহা, শাখা ছাত্রলীগ সদস্য মুনতাসির আল জেমি, মুজাহিদুর রহমান মুজাহিদ, খন্দকার তাবাখখারুল ইসলাম তানভির ও ইসতিয়াক আহম্মেদ মুন্না, আবরারের রুমমেট মিজানুর রহমান মিজান, শামসুল আরেফিন রাফাত, মনিরুজ্জামান মনির, আকাশ হোসেন, হোসেন মোহাম্মদ তোহা, মাজেদুর রহমান, শামীম বিল্লাহ, মোয়াজ আবু হুরায়রা, এ এস এম নাজমুস সাদাত এবং এস এম মাহমুদ সেতু। এর মধ্যে ছাত্রলীগ হত্যাকাণ্ডে সম্পৃক্তদের সংগঠন থেকে বহিষ্কার করে।
গ্রেফতারদের মধ্যে ইসতিয়াক আহম্মেদ মুন্না, অমিত সাহা, মিজানুর রহমান মিজান, শামসুল আরেফিন রাফাত ও এস এম মাহমুদ সেতু ছাড়া বাকি সবাই এজাহারভুক্ত আসামি।
এর মধ্যে আটজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। তারা হলেন- ইফতি মোশাররফ সকাল, মেফতাহুল ইসলাম জিওন, অনিক সরকার, মুজাহিদুর রহমান, মেহেদি হাসান রবিন, খন্দকার তাবাখখারুল ইসলাম তানভীর, মনিরুজ্জামান মনির ও এএসএম নাজমুস সাদাত।
তদন্ত রিপোর্টে আবরার ফাহাদকে দ্বিতীয়বার খুন করা হয়েছে : ড. তুহিন মালিক
আবরার ফাহাদ হত্যাকাণ্ডের ঘটনায় আমি হতবাক ও মর্মাহত: মার্কিন রাষ্ট্রদূত
আবরার ফাহাদ খুনের অন্যতম আসামী ইসকন সদস্য অমিত সাহা আটক
আবরার হত্যা: ১৫ সেপ্টেম্বর অভিযোগ গঠনের আদেশ
আবরার হত্যা মামলা: ৩ আইনজীবীকে বিশেষ প্রসিকিউটর নিয়োগ
আবরারকে প্রথম আঘাত করে ছাত্রলীগের রবিন; ষড়যন্ত্র হয় ক্যান্টিনে