তুরস্কে সীমান্তের কাছে গ্রীক সেনা কর্তৃক দুটি রাবার বুলেট ছোঁড়ার ঘটনায় আহত হয়েছে আট বছর বয়সী সিরিয়ান কিশোরী গাজিন আবদুহু। গুলিবিদ্ধ ঐ কিশোরিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেছে তুরস্কের সেনারা।
গাজিন আবদুহুর ভাই হাজার আবদুহু জানিয়েছেন - "একজন গ্রীক সৈনিক আমাদের উপর গুলি চালিয়েছিলো। এতে আমার বোনের পায়ে দুটি রাবার বুলেটের আঘাত লেগেছে। এরপর তাকে তুর্কি সৈন্যরা হাসপাতালে নিয়ে গেছে।
১৯ বছর বয়সী হাজার আবদুহু তুর্কি গণমাধ্যম আনাদোলু এজেন্সিকে বলেছে যে তারা গ্রীক সীমান্তে এসে পৌঁছেছিল ইউরোপে যাওয়ার আশায়। রুটিন চেকের পরে, আশ্রয়প্রার্থীদের তুরস্কের প্রাদেশিক অভিবাসন কর্তৃপক্ষের কাছে নিয়ে যাওয়া হয়।
এদিকে মুসলিম শরণার্থীদের সাথে গ্রিক সৈন্যদের অমানবিক আচরণ বেড়েই চলছে। ইউরোপীয় ইউনিয়ন তাই গত বৃহস্পতিবার গ্রীসকে গ্রীক-তুর্কি সীমান্তে অভিবাসীদের মৌলিক অধিকার এবং ইউরোপীয় "আশ্রয় আইনের" প্রতি শ্রদ্ধা জানাতে অনুরোধ করেছিল।
গ্রীস গত কয়েক বছর ধরেই শরণার্থীদের সাথে ক্রমাগত প্রতিকূল আচরণের জন্য সমালোচিত এবং অনেক মানবাধিকার সংগঠন, সংবাদপত্র এবং মিডিয়ায়ও গ্রীক বাহিনীর দ্বারা অভিবাসীদের নির্যাতিত হওয়ার ঘটনার প্রমাণ পেয়েছে।
গত শনিবার গ্রীক বাহিনী দ্বারা অত্যাচারিত হওয়া ১৯ জন অভিবাসীকে তুরস্কের কোস্টগার্ড উদ্ধার করেছে।
ইউরোপীয় ইউনিয়ন এবং তুরস্কের মধ্যে ২০১৬ সালের চুক্তির আওতায় গ্রীক দ্বীপপুঞ্জে আগমনকারীরা সেখানেই তাদের আশ্রয় গ্রহণের আবেদন বা তুরস্কে নির্বাসনের জন্য বৈধ হিসেবে পরিগণিত হবে।