ইহুদিবাদী ইসরাইল কর্তৃক জোরপূর্বক দখল করে নেওয়া পশ্চিম তীরে গত দুদিন ধরে অভিযানের নামে ফিলিস্তিনীদের কয়েক ডজন বাড়িঘর ভেঙ্গেচুরে ৫০ জনকে গ্রেফতার করেছে ইসরাইলের ইহুদিবাদীরা।
গ্রেপ্তারকৃতদের মধ্যে ফিলিস্তিনের সংসদ সদস্য, প্রাক্তন কারাবন্দী এবং কারাবন্দীদের পরিবারের সদস্যরাও ছিলেন।
ইসরাইলের সেনাবাহিনী এর আগেও মঙ্গলবার ভোরে পশ্চিম তীরের কয়েকটি গ্রাম ও শহরতলিতে অভিযান চালিয়ে কয়েক ডজন বাড়িঘরে ভাঙচুর চালায়। মঙ্গলবার থেকেই কথিত এ অভিযান পরিচালনা করে ইসলাইলিরা।
কারাবাসীদের তথ্য কেন্দ্র জানিয়েছে যে, ইসরাইলের সেনাবাহিনী হামাসের নেতা আবদেল খালেক আল নাটশেহকে হেবরনে তার বাড়িতে প্রবেশের পরে তাকে গ্রেপ্তার করেছিল। এছাড়াও সাবেক কারাবন্দিদের যাদেরকে কিছুদিন আগে মুক্তি দেওয়া হয়েছিলো তেমন প্রায় ৪৫ জনকে গ্রেফতার করেছে ইহুদিবাদীরা।