
আলোচিত-সমালোচিত বক্তা মাওলানা গিয়াস উদ্দিন তাহেরীকে সভা করতে দেয়নি পুলিশ। জানা গেছে, নিজ এলাকায় মাদক ও কিশোর গ্যাং বিরোধী একটি সভার আয়োজন করেছিলেন তিনি।
বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে সভাটি শুরু হয়ে কিছুক্ষণ চলার পর পুলিশ সভাটি বন্ধ করে দেয়। গিয়াস উদ্দিন আত-তাহেরীর বাড়ি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের চাপুইর গ্রামে। সেখানে বাড়ির সামনেই এই সভার আয়োজন করেন তিনি।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানা সূত্রে জানা যায়, করোনাকালে সভার আয়োজন করা সরকারের নির্দেশনার লঙ্ঘন। তাছাড়া সেখানে কোনো স্বাস্থ্যবিধি মানা হয়নি বলে সভা বন্ধ করে দেওয়া হয়েছে।
তাহেরী সাংবাদিকদের বলেন, আমাদের এলাকাটি মাদকে ভরে গেছে। কিশোররা বিভিন্ন দলে ভাগ হয়ে তৈরি গ্যাং তৈরি করছে। এসবের বিরুদ্ধে এলাকাবাসীকে সচেতন করতে সভার আয়োজন করেছিলাম।
তিনি বলেন, পুলিশ করোনাভাইরাসের কথা বলেছে। আমরাও তাদের কথা মেনে নিয়েছি। সংক্রমণ কমে গেলে আবারও এমন আয়োজন করা হবে। তখন পুলিশও সহযোগিতা করবে বলে আশ্বাস দিয়েছে।
আই.এ/