নেত্রকোণার কলমাকান্দা উপজেলার গোমাই নদীতে দুই নৌযানের সংঘর্ষের পর একটি যাত্রীবাহী ট্রলারডুবির ঘটনা ঘটেছে । এ ঘটনায় এখন পর্যন্ত ১১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয়রা । বুধবার সকাল সাড়ে ১০টার দিকে উপেজেলার বরখাপন ইউনিয়নের রাজনগর গ্রামে এ ঘটনা ঘটে।
নেত্রকোনার পুলিশ সুপার আকবর আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। উদ্ধার কাজে যাচ্ছে ফায়ার সার্ভিস।
তবে ট্রলারে কতজন যাত্রী ছিলো বা এ ঘটনায় কত জন নিখোঁজ রয়েছে তা এখনো জানা যায়নি।
এইএইচ/