তালেবানের সাথে আফগান সরকারের শান্তিচুক্তি প্রক্রিয়ায় তালেবানের প্রধান শর্ত ছিলো তাদের ৫ হাজার বন্দিকে নিঃশ্বর্ত মুক্তি দেওয়া হবে। আফগান সরকারের কাছে বন্দি থাকা এসব তালেবান সদস্যদের মুক্তি দিলেই কেবল আফগান সরকারের সাথে কাতারের রাজধানী দোহায় একটি আন্ত আফগান শান্তি আলোচনায় বসবে তালেবান।
শর্ত মেনে তালেবানের ৫ হাজার বন্দির মধ্যে ৪ হাজার ৯৯৪ জন বন্দি মুক্তি দিয়েছে আফগান সরকার এমনটাই আলোচনা ছিলো এতোদিন। বাকি ৬ জন বন্দির ব্যাপারে আফগান সরকারের ঘনিষ্ট কয়েকটি দেশ - ফ্রান্স, অষ্ট্রেলিয়ার আপত্তি থাকায় তাদেরকে সরাসরি মুক্তি না দিয়ে কাতারে অনুষ্ঠিত হতে যাওয়া শান্তি বৈঠকের সময় হস্তান্তর করা হবে বলে জানিয়েছিলো তারা।
আরও পড়ুন :
তালেবানের বিজয় : মুক্তি পেলো সকল বন্দিরা, নজর এবার ‘শান্তি আলোচনায়’
শান্তি আলোচনায় তালেবানের নেতৃত্ব দেবেন মাওলানা আবদুল হাকিম
পাকিস্তান পার্লামেন্টে বিন লাদেনকে ‘শহীদ’ আখ্যা দিলেন ইমরান খান
এরপর শান্তি আলোচনা প্রক্রিয়াও শুরু হয়েছিলো ব্যাপকভাবে। ইতোমধ্যে শান্তি আলোচনায় অংশ নিতে মাওলানা আবদুল হাকিমের নেতৃত্বে তালেবানের ২১ সদস্যের একটি দল কাতারেও পৌঁছেছে। আফগান সরকারের প্রতিনিধি দলও কাতারে যাওয়ার প্রক্রিয়া সম্পন্ন করেছে বলে তারা গতকালই জানিয়েছিলো। মাঝখানে আফগান সরকারের ভেতরগত কিছু সমস্যাও সামনে এসেছিলো। যা সমাধান হয়েছে বলেও দাবি করেছে আফগান সরকার।
আরও পড়ুন :
বিবাদে আফগান সরকার : রাজনৈতিকভাবেও বিজয়ের পথে তালেবান
আফগানিস্তানে যুদ্ধ কোন সমাধান নয় : সাবেক তালেবান কমান্ডার
হাফেজ হলো মার্কিন বিমান হামলায় চোখ হারানো সেই আফগান বালক
এর মধ্যেই হঠাত করে তালেবানের উপ-প্রধান মোল্লা আবদুল গণি বরাদার, মাওলানা আবদুল হাকিম হাক্কানী, মওলভী আবদুল কবির, মোল্লা মোহাম্মদ শিরিন আখন্দ এবং মোল্লা খায়রুল্লাহ কাতারের প্রধানমন্ত্রী, কাতারের পররাষ্ট্রমন্ত্রী এবং মার্কিন রাষ্ট্রদূত জালমাই খলিলজাদের সাথে একটি বৈঠক করেছেন। তালিবানের মুখপাত্র মোহাম্মদ নাঈম বিষয়টি জানিয়েছেন।
বৈঠকে তারা দাবি করেছেন - আফগান সরকারকে দেওয়া তাদের ৫ হাজার বন্দির সকলকে মুক্তি দেওয়া হয়নি এবং যে ৭ জনকে কাতারে হস্তান্তর করার কথা তাদেরকেও কাতারে পাঠানো হয়নি। এই সকল বন্দিদের মুক্তি না দিলে ওবং ওই সাতজনকে কাতারে না পাঠালে শান্তি আলোচনার জন্য তারা প্রস্তুত না।
এ ছাড়াও কাতার সরকারের সাথে এ বৈঠকে তালেবান তাদের শান্তি আলোচনার সম্পূর্ণ রূপরেখা তাদেরকে দিয়ে তালেবান স্পষ্ট করেই জানিয়ে দিয়েছে - তালেবানের মুক্তি তালিকায় থাকা অন্তত ১০০ জন বন্দী যাদের নাম আফগান সরকারকে দেওয়া তালিকায় ছিল তাদেরকে মুক্তি দেওয়া হয়নি। তাই এই বন্দীদের মুক্তি দেওয়ার পরেই আন্তঃ-আফগান আলোচনা শুরু হবে।
অপরদিকে আফগান সরকার বলেছে যে আপত্তি থাকা ৭ জন বন্দি ছাড়া তালেবানের তালিকায় থাকা সমস্ত বন্দিদেরকে মুক্তি দেওয়া হয়েছে, এবং ওই সাতজনকেও সরকার কর্তৃক মুক্তি পাওয়ার পরে দোহায় প্রেরণ করা হবে।
আরও পড়ুন :
তালেবানের কাছে শোচনীয়ভাবে পরাজিত ন্যাটো জোট
তালেবানের সঙ্গে একান্তে বসতে চান ট্রাম্প
একই ভাবে আফগানিস্তানের শান্তি বিষয়ক মন্ত্রণালয়ের মতে, সমস্ত বন্দীদের তালিবানের তালিকার ভিত্তিতে মুক্তি দেওয়া হয়েছে। মন্ত্রনালয়ের মুখপাত্র নিজিয়া আনোয়ার বলেছেন, “তালিবানদের (বন্দীদের) মুক্তির বিষয়টি তাদের দেওয়া তালিকার ভিত্তিতে করা হয়েছে এবং এই প্রক্রিয়াটি সম্পন্ন হয়েছে।
তবে আফগান সরকার কর্তৃক শান্তি আলোচনা কাউন্সিলের সাবেক উপপ্রধান কাজী মোহাম্মদ আমিন বলেছেন - "সরকারের উচিত তালেবানদের দাবি অনুসারে এই বন্দীদের চিহ্নিত করা এবং শান্তি আলোচনার পথ সুগম করা। প্রয়োজনে আলোচনার সময় তাদের মুক্তি দেওয়া যেতে পারে বলেও তিনি মতামত দিয়েছেন।
প্রসঙ্গত : গত ফেব্রুয়ারিতে স্বাক্ষরিত মার্কিন-তালিবান চুক্তির অধিনে, প্রায় ৫,০০০ তালেবান কর্মীকে আফগান সরকার কর্তৃক মুক্তির আলোচনা হয়েছিলো।
শান্তি আলোচনা সম্পর্কিত অন্যান্য খবর :
শান্তি আলোচনা : ঝামেলা মিটিয়ে প্রস্তুত আফগান সরকার, তৈরি তালেবানও
আফগানিস্তানের শান্তি প্রক্রিয়া নিয়ে আলোচনা করতে তালেবানদের পাকিস্তান সফর
শান্তি আলোচনার আগ মূহুর্তে ১১ জন তালেবানকে হত্যা করেছে আফগান বাহিনী
যুদ্ধবিরতি প্রতিষ্ঠা ও হামলা বন্ধের শর্তে তালেবানের সঙ্গে আলোচনা
শর্তসাপেক্ষে আফগান সরকারের সঙ্গে আলোচনায় বসবে তালেবান
শিগগিরই শুরু হচ্ছে আফগান তালেবান শান্তি প্রক্রিয়া!
তালেবানের সঙ্গে শান্তিচুক্তি করতে চান আশরাফ গনি
তালেবান সম্পর্কিত সংবাদ :
মোল্লা মোহাম্মদ ওমর : তালেবান যাকে মার্কিন সেনাদের নাকের ডগায় রেখেছিল
তালেবান নেতৃত্বে মোল্লা ওমরের ছেলে, শান্তি চুক্তির অপেক্ষায় আফগান সরকার
ন্যাটো বাহিনীর কমান্ডারের বক্তব্য প্রত্যাখ্যান করল তালেবান
ফের আফগান তালেবান বন্দীদের মুক্তি প্রক্রিয়া শুরু
আবারো মুক্তি পেলেন ৪০০ তালেবান
ঈদ উপলক্ষে তালেবানের তিনদিনের যুদ্ধবিরতি ও ১০০০ বন্দি মুক্তি
আফগান সরকারের যুদ্ধবিরতির প্রস্তাব গ্রহণ করেনি তালেবান
আফগান সামরিক ঘাঁটিতে তালেবানের হামলা, ৩ সেনা নিহত
তালেবান যোদ্ধাদের হামলায় আফগান পুলিশের ৬ সদস্যের মৃত্যু
১,০০০ তালেবানকে মুক্তি দিয়েছি, আমাদের লোকজনকেও মুক্তি দিন:
আরও প্রায় ৫০০ তালেবান নেতাকে মুক্তি দিলো আফগান সরকার
আরও সংবাদ :
সূত্র : আফগান গনমাধ্যম, আনাদুলু, পাবলিক ভয়েস আর্কাইভ
এইচআরআর/পাবলিক ভয়েস