পাবলিক ভয়েস: নওগাঁর বদলগাছীতে অভিযান চালিয়ে ১০৪ কেজি গাঁজাসহ খোরশেদা বেগম (৪৫) নামে এক নারীকে আটক করেছে পুলিশ।
আজ সোমবার (২১ জানুয়ারি) দুপুরে উপজেলার সোহাসা গ্রাম থেকে তাকে আটক করা হয়। খোরশেদা ওই গ্রামের আজাদ প্রামাণিকের স্ত্রী।
বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) আব্দুল মালেক জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে মাদকবিক্রেতা আজাদ প্রামাণিকের বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানে বাড়ির গোয়াল ঘরে পুঁতে রাখা দু’টি ড্রামে রক্ষিত প্লাস্টিকের বাক্সের মধ্যে থেকে ১০৪ কেজি গাঁজা জব্দ করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আজাদ পালিয়ে গেলেও তার স্ত্রীকে আটক করা হয়।
এ ব্যাপারে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।