
নারায়ণগঞ্জের ফতুল্লায় মসজিদে ‘এসি বিস্ফোরণে’ হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেইসঙ্গে নিহতদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন।
হাসপাতালে ফোন করে চিকিৎসাধীনদের খোঁজখবরও নিয়েছেন তিনি। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে।
প্রেস উইং জানায়, এ ব্যাপারে সর্বদা খোঁজখবর রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেইসঙ্গে আহতদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন তিনি।
আরো জানানো হয়, শুক্রবার রাতের ওই ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেছেন প্রধানমন্ত্রী। এ ছাড়া তাদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। পাশপাশি আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন তিনি।
এদিকে, শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা টেলিফোন করে আহতদের খোঁজখবর নিয়েছেন। তিনি দগ্ধদের ব্যাপারে খোঁজখবর নিয়েছেন এবং তাদের সর্বোচ্চ চিকিৎসা দেওয়ার নির্দেশ দিয়েছেন।
উল্লেখ্য, গতকাল শুক্রবার দিবাগত রাত পৌনে ৯টায় নারায়ণগঞ্জের ফতুল্লার পশ্চিমতল্লা এলাকার বাইতুস সালাত জামে মসজিদে ওই বিস্ফোরণের ঘটনা ঘটে।
ওই ঘটনায় সর্বশেষ তথ্যানুযায়ী ১২ জনের মৃত্যু হয়েছে। তবে কেউ কেউ বলছেন, এসি নয়, তিতাস গ্যাসের লাইনের লিকেজ থেকে এই বিস্ফোরণ হয়েছে।
বিস্ফোরণে দগ্ধরা বর্তমানে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকরা আশঙ্কা প্রকাশ করেছেন যে, মৃতের সংখ্যা আরো বাড়তে পারে।
আই.এ/