করোনাভাইরাসের এ সময়ও ভারতে মদ বিক্রি ও মদ খাওয়ায় কোনো ভাটা পড়েনি ভারতীয় হিন্দুদের। ইসলাম ধর্মে মদ নিষিদ্ধ হওয়ায় মুসলমানরা মদ খান না। কিন্তু ভারতীয় হিন্দুরা মদ পানে ব্যাপক অভ্যস্থ।
জানা গেছে এ বছরের মে থেকে অগস্ট পর্যন্ত পশ্চিমবঙ্গে মদ বিক্রি থেকে পাওয়া শুল্ক গত বছর এই সময়ে যা ছিল তার থেকে মাত্র ২ শতাংশ কম! খবর আনন্দবাজারের।
করোনার কারণে প্রায় ৪২ দিন পুরো বন্ধ ছিল মদের দোকান। কিন্তু তখনও মদ খাওয়া বন্ধ করেনি ভারতীয়রা। তথ্য অনুযায়ী, এ বছর মে থেকে অগস্ট পর্যন্ত মদ বিক্রি থেকে পশ্চিমবঙ্গের কোষাগারে জমা পড়েছে ৩ হাজার ৫০০ কোটি টাকার বেশি। গত বছর এই সময়ে, অর্থাৎ মে থেকে অগস্ট পর্যন্ত রাজ্যের আয় হয়েছিল ৩ হাজার ৬০০ কোটি টাকা। এই পরিসংখ্যান থেকে স্পষ্ট, লকডাউন বা কোভিড পরিস্থিতিতে মদ বিক্রিতে খুব একটা প্রভাব ফেলতে পারেনি।
এই চার মাসের মধ্যেও জুলাই এবং অগস্ট মিলিয়ে ১০ দিন লকডাউন ছিল। ওই দিনগুলোতে মদের দোকান বন্ধ ছিল। গত বছরে ওই সময়ে এ রকম কোনও বন্ধ ছিল না।