বাংলাদেশের পরিচিত ইসলামিক রাজনৈতিক দল ইসলামী ঐক্যজোটের সহকারি মহাসচিব, ইসলামী যুব মোর্চার সেক্রেটারী জেনারেল মাওলানা জুনায়েদ বিন গুলজার চরমোনাই পীর নেতৃত্বাধীন 'ইসলামী আন্দোলন বাংলাদেশ' এ যোগ দিয়েছেন।
আজ বুধবার (২ সেপ্টেম্বর) বরিশালের চরমোনাইতে জামিয়া রশিদিয়া আহসানাবাদ মাদরাসায় উপস্থিত হয়ে আনুষ্ঠানিকভাবে ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগ দেন।
দলের সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম শায়খে চরমোনাই’র হাতে সদস্য ফরম পূরণ করে তিনি যোগদান করেন বলে জানা গেছে।
ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগ দেওয়া সম্পর্কে তিনি বলেন - 'এই দলের লক্ষ্য, উদ্দেশ্য ও কর্মসূচি এবং পীর সাহেব চরমোনাই’র আপোষহীন ও গতিশীল নেতৃত্বের প্রতি অনুপ্রাণিত হয়ে আমি এ দলে যোগ দিয়েছি'
যোগদানের সময় স্থানীয় নেতৃবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।