২০১৭ সালে রোহিঙ্গা সংকট শুরু হলে বাংলাদেশে পালিয়ে আসেন নঈমের গর্ভবতী মা। ক্যাম্পেই জন্ম হয় নঈমের। খবর বিবিসি।
''থাকা এবং বাচ্চার কাপড়-চোপড় নিয়ে খুব কষ্ট পেয়েছিলাম। খাবার নিয়েও কষ্ট পেয়েছি, যেসব খাবার দরকার ছিল, সেগুলো পাইনি। তবুও কষ্ট করে চালিয়েছি।'' বলছেন নঈমের মা জাহেদা বেগম।
গত তিন বছরে রোহিঙ্গা ক্যাম্পগুলোতে প্রতিবছর গড়ে ২২ হাজার শিশুর জন্ম হয়েছে।
এমএম/পাবলিকভয়েস