
উপমহাদেশের প্রবীণ আলেম, কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার মেল্লা গ্ৰামের কৃতি সন্তান আল্লামা মুফতী আবদুর রব আর নেই। আজ শুক্রবার (২৮ আগস্ট) জুমার নামাজের সময় বার্ধক্যজনিত কারণে তিনি নিজ বাড়িতে ইন্তেকাল করেন ( ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছে প্রায় ১০০ বছর।
কিংবদন্তি এই আলেম বাংলাদেশের একমাত্র ব্যক্তি যিনি পাক-ভারত বিভক্ত হওয়ার পূর্বে দারুল উলুম দেওবন্দ থেকে হাদিস, ফেকাহ, তাফসির ও ফুনূনাত বিষয়ে তাখাসসুস তথা উচ্চতর ডিগ্রি অর্জন করেছিলেন।
শুক্রবার বাদ মাগরিব আল্লামা মুফতি আবদুর রবের জানাজা অনুষ্ঠিত হবে। কিংবদন্তি এ আলেমের মৃত্যুতে আলেম সম্প্রদায়সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
এমএম/পাবলিকভয়েস