স্ত্রী ও নিজ কন্যা সন্তানকে হত্যার দায়ে করা মামলায় মৃত্যুদণ্ডের রায় মাথায় নিয়ে টানা ২০ বছর কারাগারের কনডেম সেলে কাটিয়েছেন বাগেরহাটের শেখ জাহিদ। ২০ বছর অতিবাহিত হওয়ার পর এবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগ থেকে রায় এল তিনি নির্দোষ।
তাকে দ্রুত সময়ের মধ্যে মুক্তি দেওয়ার নির্দেশ দিয়ে দু একদিনের মধ্যেই আদেশের অনুলিপি কারাগারে পাঠানোর জন্যে সংশ্লিষ্টদের বলেছেন আদালত।
জেল আপিলের শুনানি নিয়ে মঙ্গলবার (২৫ আগস্ট) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চের রায় এই আদেশ দেন।
আদালতে আজ রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুর্টি অ্যার্টনি জেনারেল বিশ্বজিত দেবনাথ। অন্যদিকে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী সারওয়ার আহমেদ।
আই.এ/