ফিলিপাইনের দক্ষিণে সুলু প্রদেশে জোড়া বিস্ফোরণের ঘটনায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ১৭ জন।
স্থানীয় সময় সোমবার (২৪ আগস্ট) দুপুর ১২টার দিকে প্রথম বিস্ফোরণ ও দ্বিতীয় বিস্ফোরণ এক ঘণ্টা পর ঘটে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে দেশটির সামরিক ও পুলিশ বাহিনী।
সামরিক সূত্রে প্রাথমিক রিপোর্ট বলছে, সুলু প্রদেশের রাজধানী জোলোর ব্যস্ত সড়কের পাশে একটি মুদি দোকানের সামনে প্রথম বিস্ফোরণ হয়। দ্বিতীয় বিস্ফোরণ কাঁপিয়ে দেয় শহরের একটি গির্জাকে, এটিও ‘বড় বিস্ফোরণ’ ছিল বলে নিশ্চিত করেছে পুলিশ।
পুলিশের মুখপাত্র জানান, তারা ক্ষয়ক্ষতি যাচাই ও পরিস্থিতি বিশ্লেষণ করছেন। পুলিশ ও সামরিক বাহিনীর যৌথ সন্ত্রাসবিরোধী টাস্ক ফোর্সের মুখপাত্র ক্যাপ্টেন রেক্স পায়োট বলেছেন, জোলো দ্বীপের টাউন প্লাজার কাছে ‘ভারী বিস্ফোরণ হয়েছে’।
তারা এক বিবৃতিতে অন্তত পাঁচজন সেনা ও চারজন সাধারণ মানুষ নিহতের খবর দিয়েছে। কোভিড মহামারি পরিস্থিতি মোকাবিলায় স্থানীয় পৌর কর্মীদের সহায়তার সময় সেনাদের ট্রাকের কাছে আইইডি বহন করা একটি মোটরসাইকেল থেকে প্রথম বিস্ফোরণ হয় বলে জানান স্থানীয় রেডক্রসের প্রধান রিচার্ড গর্ডন।
তবে মাউন্ট কারমেলের আওয়ার লেডি গির্জার কাছে দ্বিতীয় বোমা হামলাটি আত্মঘাতী ছিল জানান লেফটেনন্যান্ট জেনারেল করলেটো ভিলনুয়ান।
তিনি বলেন, এক নারী ওই আত্মঘাতী বোমা হামলা চালিয়ে একজন নিহত হন। কর্তৃপক্ষের তথ্য সঠিক হলে দেশটিতে এটি চতুর্থ আত্মঘাতী বোমা হামলার ঘটনা।
এমএম/পাবলিকভয়েস