নেত্রকোনার উচিতপুর হাওড়ে মর্মান্তিক ট্রলার ডুবির ঘটনায়। শহীদ হওয়া ১৮ জন মাদ্রাসা শিক্ষক ও ছাত্রের শোকাহত পরিবার সমূহে সমবেদনা প্রকাশ ও আর্থিক সহায়তা প্রদানের জন্য আজ দ্বিতীয় দফা ময়মনসিংহ সফর করেছেন খতিব টিভি সেন্টার জামে মসজিদের খতিব ও জামিয়া আযমিয়া দারুল উলুম বনশ্রীর প্রিন্সিপাল, জাতীয় দ্বীনি মাদরাসা শিক্ষাবোর্ডের সহ-সভাপতি আল্লামা ইয়াহইয়া মাহমুদ।
ঘুরতে আসা মাদরাসার ছাত্র-শিক্ষকসহ নেত্রকোনায় ট্রলারডুবি : ১৭ জন নিহত
নেত্রকোনায় ট্রলারডুবিতে এক হাফেজ আলেম পরিবারেরই ৮ জনের মৃত্যু
আজ ১৯ আগস্ট তিনি নিহতদের গ্রামের বাড়ি ময়মনসিংহ সদরের সিরতা ইউনিয়নের কোনাপাড়া গ্রামে যান এবং নিহতদের পরিবারদের সান্ত্বনা দান এবং কিছু আর্থিক সহায়তা প্রদান করেন।
এর আগে তিনি ১১ই আগস্ট প্রথমবারের মতো নিহতদের পরিবারের কাছে যান এবং তাদেরকে আর্থিক সহায়তা প্রদান করেন।
প্রসঙ্গত : নেত্রকোনা জেলার মদন থানার উচিতপুরে গত ৫ আগস্ট ট্রলার ডুবে মাদরাসার ছাত্র-শিক্ষকসহ প্রায় ১৭ জন নিহত হয়। নিহত ১৭ জনের ১৩ জনের বাড়ি ময়মনসিংহ সদর উপজেলার সিরতা ইউনিয়নের চর কোনাপাড়ায় যাদের মধ্যে ৮ জন মাওলানা মাহফুজের পরিবারের। এবং গৌরিপুর উপজেলার রয়েছে ৪ জন। প্রায় সবাই-ই মাদরাসার ছাত্র ও শিক্ষক।
নিহতরা হলেন- ‘মাদরাসায়ে মারকাজুস সুন্নাহ’র মুহতামিম হাফেজ মাওলানা মাহফুজুর রহমান (৪৫), তার দুই ছেলে হাফেজ মাহবুবুর রহমান আসিফ (১৫) ও মাহমুদুর রহমান (১২), ভাগ্নে রেজাউল করিম (১৫), ভাতিজা জোবায়ের (২০) ও জোনায়েদ (১৭), ভাতিজি লুবনা (১৩) ও জুলফা (৭), চরখরিচা গ্রামের কৃষক ইসা মিয়া (৪০) ও তার ছেলে শামীম (১০), কোনাপাড়া গ্রামের মাদরাসা শিক্ষক আজাহারুল ইসলাম (৩৮), হামিদুল (৩৫), সাইফুল ইসলাম রতন (৩০) ও জহিরুল ইসলাম (৩৫), চরগোবিন্দপুরের তালেব মেম্বারের ছেলে শহিদুল (৪০) এবং গৌরীপুর উপজেলার ধোপাজাঙ্গালিয়া গ্রামের আবুল কালামের ছেলে শফিকুর রহমান (৪০) ও তার ছেলে সামাআন (১০)।
নেত্রকোনায় ট্রলার ডুবির ঘটনায় আল্লামা বাবুনগরীর শোক প্রকাশ
নেত্রকোনায় ট্রলার ডুবির ঘটনায় মুফতী সৈয়দ ফয়জুল করীমের শোক প্রকাশ
নেত্রকোনায় ট্রলার ডুবে শহীদ হওয়া আলেম পরিবারের পাশে ইকরামুল উম্মাহ ফাউন্ডেশন