কুয়াকাটায় মৃত্যুর ২৪ বছর পর অক্ষত লাশ!
পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন তুলাতলী (মিশ্রীপাড়া) গ্রামে একটি কবর থেকে অক্ষত অবস্থায় মুহাম্মাদ কাসেম আলী আকন নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ২৪ বছর পূর্বে তিনি মারা যান। পরে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। কিন্তু বর্তমানে সেখানে স্লুইজের কাজ চলমান থাকায় কবর স্থানান্তরের জন্য শুক্রবার (১৮ জানুয়ারি) তাঁর আত্মীয়-স্বজনরা কবর খুঁড়ে লাশ উঠালে দেখা যায় লাশটি অক্ষত অবস্থায় রয়েছে। এমনকি কাফনের কাপড়ও অক্ষত রয়েছে।
এ বিষয়ে মরহুম কাসেম আলীর নাতি মুহাম্মাদ আব্দুর রহিম আকন বলেন, “আমি নিজেই কবর থেকে লাশ উঠিয়েছি। দাদার লাশ-সহ আরও কয়েকটা লাশ উঠালেও তা অক্ষত নেই। একমাত্র দাদার লাশটাই অক্ষত অবস্থায় পেয়েছি।”
পরে লাশটা অন্যস্থানে দাফন করা হয়েছে।