

ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করার প্রতিবাদে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের রাওয়ালপিন্ডি শহরে হাজার হাজার জনতার অংশগ্রহণে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বিক্ষুব্ধ জনতা দখলদার ইসরাইলের সঙ্গে চুক্তি বাতিল করতে আমিরাতের প্রতি আহ্বান জানান।
বিক্ষোভকারীদের ফেস্টুনে লেখা ছিল, ‘পাকিস্তান কখনো ইসরাইলকে স্বীকৃতি দেবে না’, ‘আমরা ফিলিস্তিনের সঙ্গে আছি’, ‘আমিরাতের শাসক বিশ্বাসঘাতক’, ‘জেরুজালেম ফিলিস্তিনের রাজধানী’ ইত্যাদি।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় গত বৃহস্পতিবার ইসরাইলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করতে সম্মত হয় সংযুক্ত আরব আমিরাত। শিগগিরই আরব আমিরাত ও ইসরাইলি কর্মকর্তারা হোয়াইট হাউজে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতিতে সংক্রান্ত আনুষ্ঠানিক চুক্তিতে সই করবেন বলে ঘোষণা করা হয়েছে।
এমএম/পাবলিকভয়েস