নানা আলোচনা-সমালোচনা, উদ্বেগ আর উদ্যোগের পরও সীমান্ত হত্যা থামছে না। নিয়মিত বিরতিতেই ঘটে যাচ্ছে এমন হত্যাকাণ্ড, যার সর্বশেষ সংযোজন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের তারাপুর-মোড়লপাড়া গ্রামের মোহাম্মদ সুমন। অভিযোগ ওই একই, সুমন ভারতে গরু আনতে গিয়েছিলেন।
রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে উপজেলার শিংনগর সীমান্তের ১৭৯নং পিলার এলাকায়। জানা যায়, এই এলাকা দিয়ে ভারতে গরু আনতে যাচ্ছিল মোহাম্মদ সুমন ও তার দুই বন্ধু। এসময় ভারতের পশ্চিমবঙ্গের মালদহ জেলার দৌলতপুর ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদেরকে উদ্দেশ্য করে গুলি করলে গুরুতর আহত হন মোহাম্মদ সুমন। অন্য দুই বন্ধু তাকে ধরাধরি করে পার্শ্ববর্তী বাগানে নিয়ে আসতেই মৃত্যুর কোলে ঢলে পড়েন সুমন।
ঘটনার সত্যতা স্বীকার করেছেন মনাকষা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মির্জা শাহাদাত হোসেন খুররম ও ৯নং ওয়ার্ড সদস্য মো. হাবিবুর রহমান হাবিল। ঘটনার পর পর শিবগঞ্জ থানা পুলিশও ঘটনাস্থলে পৌঁছায় এবং মোহাম্মদ সুমনের মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।