
ভারতের রাজধানী দিল্লিতে পার্লামেন্ট ভবনে আগুন লেগেছে। সোমবার (১৭ আগস্ট) সাত সকালেই দিল্লির সংসদ ভবনে এই আগুন লাগে। ঘটনাস্থলে দমকলবাহিনীর ৫টি গাড়ি পৌঁছেছে। খবর এএনআই ও এনডিটিভি’র
পার্লামেন্টের অ্যানেক্স বিল্ডিংয়ের ৬ তলায় এই আগুন লাগে। সেখান থেকে প্রচুর ধোঁয়া বের হতে দেখা গেছে। ফায়ার সার্ভিসের ৫টি ইঞ্জিন আগুন নেভানোর কাজ করছে। তবে কী থেকে আগুন তা এখনও জানা যায় নি। এছাড়া কর্মকর্তারা আরও বলেছে, ধারণা করা হচ্ছে শর্ট সার্কিটের মাধ্যমে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত। এ নিয়ে তদন্ত চলছে।
করোনা পরিস্থিতির কারণে অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে সংসদ অধিবেশন। সাময়িক কিছু কাজ ছাড়া কোনও অধিবেশন এখনও পর্যন্ত শুরু হয়নি। অন্যান্য ভবনে যাতে আগুন ছড়িয়ে না পড়ে সেদিকে নজর রাখা হয়েছে। এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির তেমন পরিমান জানা যায়নি।
আই.এ/