রাজধানী ঢাকার যাত্রাবাড়ি শনির আখড়া ফ্লাইওভারের গোড়ায় অবস্থিত পরিচিত দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান মারকাযুত তাকওয়া ইসলামিক রিসার্চ সেন্টারে আগামী ১৮ আগস্ট থেকে ছাত্রদের ভর্তির ঘোষণা দেওয়া হয়েছে।
করোনাকালীন সময়ে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের প্রায় ৫ মাস পর আজ (১৬ আগস্ট) প্রতিষ্ঠানটি খুলে দেওয়ার ঘোষণা এলো।
প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক মুফতী হাবিবুর রহমান মিছবাহ কাছ থেকে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
স্বাস্থবিধী রক্ষার্থে প্রত্যেক ছাত্রের জন্য মারকাযের পক্ষ থেকে ফ্রি মাস্ক ও হ্যান্ড সেনিটাইজারের ব্যাবস্থা থাকবে বলেও জানানো হয়েছে।
মারকাযের ভর্তি তথ্য :
১৮ আগস্ট ২০২০ সকাল ৮টা থেকে ফরম বিতরণ ও কোটাভিত্তিক ভর্তির কার্যক্রম শুরু হবে। সকল বিভাগের ভর্তি ফরম ১০০/- টাকা।
ভর্তি ফি : কিতাবখানা ২০০০ টাকা থেকে ২৫০০ টাকা। ফতোয়া বিভাগ ২৫০০ টাকা। হিফজুল কোরআন (বিশেষ বিভাগ) ৫০০০ টাকা। হিফজুল কোরআন (সাধারণ বিভাগ) ৩০০০ টাকা মোতাফাররেকা বিভাগ ৩০০০ টাকা।
কিতাবখানা ২০০০ টাকা থেকে ৩০০০ টাকা। ফতোয়া বিভাগ ২০০০ টাকা থেকে ৩০০০ টাকা হিফজুল কোরআন বিশেষ বিভাগ ৫০০০ টাকা (বিকালে নাস্তাসহ)। হিফজুল কোরআন সাধারণ বিভাগ ৩৫০০ টাকা মোতাফাররেকা খরচ ৩০০০ টাকা।
প্রত্যেক বিভাগে ভর্তির সময় অফেরৎযোগ্য এককালীন ১০০০/- টাকা দিতে হবে। যা বিদ্যুৎবিল, গ্যাস বিল, আইপিস ও বিশুদ্ধ পানিসহ শিক্ষার্থীদের জরুরী কাজে ব্যয় হবে।
ভর্তি পরীক্ষার তথ্য :
ইফতায় হেদায়া ৩য় বা চতুর্থ খণ্ড থেকে মৌখিক পরীক্ষা। জামাতখানায় সদ্য শেষ করা জামাতের যে কোনো কিতাব থেকে মৌখিক পরীক্ষা
বিভাগসমূহ :
ঠিকানা : যাত্রাবাড়ি-শনিরআখড়া সড়ক, ফাতেমা নাজ পেট্রোল পাম্পের বিপরীতে, ৩০৮ জামাল মার্কেট (৩য় ও ৪র্থ তলা), যাত্রাবাড়ি, ঢাকা-১২৩৬।
সার্বিক যোগাযোগ: মোবাইল - 01941-686495