পাবলিক ভয়েস: পাকিস্তানী শোষণের বিরুদ্ধে জাতীয় মুক্তির লক্ষে ছাত্র সমাজের ১১ দফা আন্দোলনের কর্মসূচিতে নেতৃত্ব দানকালে ১৯৬৯ সালের ২০ জানুয়ারি পুলিশের গুলিতে নিহত হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের এম.এ বর্ষের ছাত্র শহীদ আসাদুজ্জামানের মৃত্যুবার্ষিকীতে তাঁর রুহের মাগফেরাত কামনা করেছে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নেতৃবৃন্দ।
[caption id="attachment_8384" align="aligncenter" width="300"] শহীদ আসাদ স্মৃতিস্তম্ভে ইশা ছাত্র আন্দোলন ঢাবি শাখার নেতৃবৃন্দ[/caption]
আজ (২০ জানুয়ারি) শহীদ আসাদ দিবস উপলক্ষে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে দুপুর ১২.৩০ মিনিটে শহীদ আসাদ স্মৃতিস্তম্ভের সামনে দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইশা ছাত্র আন্দোলন ঢাবি শাখার সভাপতি সাইফুর রহমান, সাধারণ সম্পাদক মুহাম্মাদ মাহমুদুল হাসান, সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান, প্রশিক্ষণ সম্পাদক জামালুদ্দীন মুহাম্মাদ খালিদ, অর্থ সম্পাদক আল-আমিন, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক তাওহীদুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
প্রসঙ্গত : শহীদ আসাদের পূর্ণ নাম আমানুল্লাহ মোহাম্মদ আসাদুজ্জামান। জন্ম ১০ জুন, ১৯৪২ মৃত্যু ২০ জানুয়ারি, ১৯৬৯ । তিনি একজন প্রখর ছাত্রনেতা ছিলেন। ১৯৬৯ সালে পাকিস্তানের জুলুমবাজ শাসক আইয়ুব খানের পতনের দাবীতে মিছিল করার সময় ১৯৬৯ সালের ২০ জানুয়ারি তিনি পুলিশের গুলিতে নিহত হন। এবং তিনি “শহীদ আসাদ” নামেই অধিক পরিচিত ব্যক্তিত্ব।