ইউসুফ পিয়াস: নোয়াখালীর কোম্পানীগঞ্জের মুছাপুর ক্লোজারে নদীতে মাছ শিকার করেতে গিয়ে তিন পর্যাটক নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। তবে তাদের নাম পরিচয় এখন পর্যন্ত জানা যায়নি।
শনিবার (১৫ আগস্ট) সকালে ফেনীর দাগনভূঁঞার দেবরামপুর থেকে কোম্পানীগঞ্জ মুছাপুর ক্লোজার সংলগ্ন ফেনি ছোট নদীতে ঘুরতে আসেন ২৭ জন পর্যাটক। ঘুরার এক পর্যায়ে তাদের মধ্যে থাকা সাত জন শখের বসে ছোট জাল নিয়ে নদিতে মাছ শিকার করতে নামেন।
মাছ শিকারের এক পর্যায়ে প্রচন্ড বাতাস ও জোয়ারে তাদের নৌকা উল্টে যায়। চারজন সাঁতরে কূলে উঠলেও তিন জন পানিতে ডুবে যান। ডুবে যাওয়া ব্যক্তিদের এখনও পর্যন্ত কোন খোঁজ পাওয়া যায়নি।
এ বিষয়ে মুছাপুর ইউনিয়নের চেয়ারম্যান নজরুল ইসলাম শাহীন চৌধরী পাবলিক ভয়েস টোয়ান্টিফোরকে বলেন, ফেনি থেকে ঘুরতে আসা কিছু পর্যাটক মুছাপুর ক্লোজারে মাছ শিকার করতে গেলে নৌকা উল্টে পানিতে পড়ে যায় । কয়েকজন সাঁতরিয়ে উঠলেও তিনজন নিখোঁজ রয়েছে। তাদের উদ্ধারের জন্য সকাল থেকে চেষ্টা চলছে কিন্তু এখনো পর্যন্ত কোন সন্ধান পাওয়া যায়নি।
কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জিয়াউল হক মীর ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক উদ্ধারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে।
কোম্পানীগঞ্জ ফায়ার সার্ভিস ও থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে উদ্ধার অভিযান শুরু করেছে।
ওয়াইপি/পাবলিক ভয়েস