বীর মুক্তিযোদ্ধা গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী জানিয়েছেন, বিএনপির রাজনীতির সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই। শুক্রবার (১৪ আগস্ট) সময় টেলিভিশনের টকশোতে এ মন্তব্য করেন তিনি।
টকশোর এক পর্যায়ে ডা. জাফরুল্লাহ বলেন, অনেকেই আমাকে এটা বলে চিহ্নিত করে আমি বিএনপির রাজনীতি করি। আমি বিএনপির উপদেষ্টা। আজ আমি একটি বিষয় নিশ্চিত করতে চাই যে, আমি বিএনপির উপদেষ্টা নই। বিএনপি আমাকে কখনোই উপদেষ্টা করার প্রস্তাব দেয়নি। আমাকে উপদেষ্টা করলে বরং বিএনপির লাভই হতো।
ডা. জাফরুল্লাহ বলেন, আমি এ দেশে বহুদিন ধরে আছি। প্রায় সব রাজনীতিবিদদের চিনি। আমি কখনো বিএনপির সদস্য ছিলাম না। তাদের কোনো উপদেষ্টা ছিলাম না।
নিজেকে সব রাজনৈতিক দলের একজন শুভাকাঙ্ক্ষী বলে জানিয়েছেন ডা. জাফরুল্লাহ।
এমএম/পাবলিকভয়েস