পটুয়াখালী প্রতিনিধিঃ স্বাধীনতার স্থপতি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্ম শতবর্ষ ও ৪৫তম শাহাদত বার্ষিকী এবং জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষে বাংলাদেশ ছাত্রলীগ পটুয়াখালী জেলা কমিটির যুগ্ম সাধারন সম্পাদক মোঃ সাইফুল ইসলাম এর নেতৃত্বে বৃক্ষ রোপন ও শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।
১৩ আগস্ট বৃহষ্পতিবার দুপুর ১টায় পটুয়াখালী সরকারী কলেজ ক্যাম্পাসে জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারন সম্পাদক মোঃ সাইফুল ইসলাম এর নেতৃত্বে ছাত্রলীগের বৃক্ষ রোপন ও শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে গাছের চারা রোপন করেন জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী আলমগীর হোসেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পটুয়াখালী সরকারী কলেজের প্রফেসর মোসাদ্দেক হোসেন বিল্লাহ, শিক্ষক সমিতির সাধারন সম্পাদক গাজী জাফর উল্লাহসহ শতাধিক ছাত্রলীগ শিক্ষার্থী। এ সময় বিভিন্ন জাতের তিন শত গাছের চারা বিতরন করা হয়েছে বলে ছাত্রলীগ নেতা মোঃ সাইফুল ইসলাম জানান।
এমএম/পাবলিকভয়েস